images

বিনোদন

অরিজিৎ সিংয়ের গিটারের নাম ঝিলিক-ঝোরা-মিঠি, কারণ কী?

বিনোদন ডেস্ক

১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪০ পিএম

বর্তমানে সময় ভারতের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তবে খুব সাদামাটাভাবে ঘুরে বেড়ান। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে বেড়ে ওঠা এ তারকা শিল্পীকে দেখা যায় স্কুটার নিয়ে, কখনও আবার পায়ে হেঁটেই ঘুরে বেড়ান। 

অরিজিতের গান শুনতে হুমড়ি খেয়ে পড়েন সংগীতপ্রেমীরা। টিকিট মূল্য লাখ টাকা হলেও দর্শকের কমতি পড়ে না। যারা গায়কের কনসার্টে গিয়েছেন তারা কী কখন একটা দিক খেয়াল করেছেন? তাঁর গিটারে লেখা থাকে ‘ঝিলিক’, ‘ঝোরা’, ‘মিঠি’। গায়কের অনুরাগীদের মনে প্রশ্ন, এ নামের রহস্য কী?

arjit_sing

এই প্রসঙ্গে অরিজিতের গিটারিস্টের কাছে মেলেনি কোনো সদুত্তর। তবে গায়কের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, ভালোবেসে অ্যাকোয়াস্টিক গিটারগুলির এক-একটি নাম রাখেন তিনি। আর সেগুলোই খোদাই করে দেন গিটারে। তবে কোন গিটারের কোন নাম কেন রাখা হয়েছে, সে উত্তর জানা নেই কারও। 

২০০৫ সালে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’ -এর প্রতিযোগী ছিলেন। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহাব্বাত’ গানের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর ২০১৩ সালে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানের মাধ্যমে তিনি তারকাখ্যাতি পান।

ইএইচ/