images

বিনোদন

আসিফের মাংস সংরক্ষণ করেছেন নারী ভক্ত

বিনোদন ডেস্ক

০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম

বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজত্বটা ফিতার ক্যাসেটের যুগে শুরু হয়েছিল। তারপর কেটে গেছে লম্বা সময়। গান শোনার মাধ্যম হয়েছে এখন অনলাইন। সময় বদলে গেলেও বদলাননি আসিফ। সংগীতাঙ্গনে আজও চলছে তার রাজকীয় বিচরণ।

জনপ্রিয় এই গায়কের ভক্তের অভাব নেই। প্রিয় তারকাকে কাছে পেলে নানারকম পাগলামি করেন তারা। কখনও তা মাত্রা ছাড়ায়। একবার এক নারী ভক্ত আসিফের হাতের মাংস তুলে নেন। 

সম্প্রতি এক পডকাস্টে আসেন আসিফ। সেখানে উপস্থাপক বলেন, ‘২০০২ সালে নাকি এক বোরকা পরা নারী আপনার হাতের মাংস তুলে নিয়েছিলেন?’ 

প্রশ্ন শুনেই হেসে দেন আসিফ। সম্মতিসূচক মাথা নেড়ে হাতের দাগ দেখিয়ে বলেন, ‘হ্যাঁ, ২০০৩ সালে সম্ভবত। তখন ফিফা ট্রফিটা বাংলাদেশে এসেছে। আমি, আইয়ুব বাচ্চু ভাই আর বেবী নাজনিন আপা কনসার্টে ছিলাম তখন। ফেরার সময় হঠাৎ এক মেয়ে সালাম দিল। আগালাম। বলল, আপনার হাতটা দেখি একটু। হুট করে মাংসতা নিয়ে গেল!’

মূলত প্রিয় গায়কের মাংস সংরক্ষণের উদ্দেশ্যে আসিফের হাত থেকে তুলেছিলেন ওই নারী ভক্ত। চিঠিতে জানিয়েছিলেন সে কথা। আসিফের ভাষ্য, ‘তারপর সে আমাকে চিঠি লিখল ওই মাংসটা দুটি কাঁচের মধ্যে রেখে সংরক্ষণ করেছে সে।’