সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসিফকে পাল্টা জবাব ওমর সানীর, বললেন, হাতটা দেখছস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

শেয়ার করুন:

আসিফকে পাল্টা জবাব ওমর সানীর, বললেন, হাতটা দেখছস

জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী ও সংগীতশিল্পী আসিফ আকবরের পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সোশ্যাল মিডিয়া। সানীকে ‘নারী শাসিত পুরুষ’ সম্বোধন করায় চটে গিয়ে আসিফকে ভিডিও বার্তায় শাসালেন ওমর সানী।

গেল মাসে ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের মন্তব্যে বেশ সরগরম হয় নেট দুনিয়া। দেশের ফুটবলাররাসহ অনেকেই চটে যান গায়ক ও বিসিবির এ পরিচালকের ওপর। ওই সময় ওমর সানীও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মত প্রকাশ করেন। 


বিজ্ঞাপন


6036fbb5-omar-sani-20220612105317

সম্প্রতি এক পটকাস্টে অতিথি হয়ে আসেন আসিফ। উপস্থাপক সানীর প্রসঙ্গ টেনে এনে বলেন, ৯ নভেম্বর ক্রিকেট কনফারেন্স হয়েছিল। সেখানে আপনি বাংলাদেশের ফুটবল ও ফুটবলার নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। তারপর আমাদের চিত্রনায়ক ওমর সানী ভাই লাইভে এসে বলেছিলেন, সব দোষ চেয়ারের। সেখানে আপনি একটি কমেন্ট করেছিলেন।

আসিফ বলেন, ‘ডিলিট করে দিয়েছি। এরপর ওমর সানীকে নিয়ে তিনি বলেন, ‘উনি আসলে সহজ সরল মানুষ। চাপ টাপ বিক্রি করেন। ভেবেছেন কিছু বললে হয়তো বাফুফে তার চাপটাপ কিনবে। উনি নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন না। উনি একটু নারী শাসিত পুরুষ। ফেসবুকটা ওনার বেঁচে থাকার অবলম্বন। ওই লেভেলের সমালোচক উনি না। যেটা মনে হয় গাধার মতো সেটা বলতে থাকেন। ওনাকে গালি দাও সমালোচনা কর কোনো বিকার নাই। এরকম একটা ক্লীব লিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলাই ভালো। বাট আই লাভ হিম।’

asif-20220325180029


বিজ্ঞাপন


আসিফের এই মন্তব্য নজরে এসেছে ওমর সানীরও। মন্তব্যের শেষে ভালোবাসা জানালেও মন গলেনি। বরং বেশ চটেছেন তিনি। নিজের এক ভিডিও বার্তায় এক হাত নিয়েছেন গায়ককে। 

আজ সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ওই ভিডিও বার্তায় সানী বলেন, ‘আজ সকালে দেখলাম আসিফ আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে। আমি কিন্তু বলেছিলাম ওর চেয়ারের গরম। ওর ব্যক্তি, পরিবার, পরিজন নিয়ে কোনো কথা বলিনি। ওকেও খারাপ বলিনি। ব্যক্তিজীবনে ও কী করে না করে সবই জানি। কিন্তু আমি কোনো কথা বলিনি। ওরা নোংরা জীবনের কোনো কথাই বলিনি। ভালো জীবনের কথাও বলিনি। পরিবারকে নিয়ে তো নাই-ই।’ 

prothomalo-import-media-2015-10-02-a913835b54554d8549edf5aa3663c883-omor-20220612105519

এরপর নায়ক বলেন, ‘আমি চেয়ারের কথা বলেছি। কিন্তু আসিফ, আপনি আমার সম্পর্কে টেলিভশনে বললেন যে নারী শাসিত। আসিফ তুই গিয়া মৌসুমীরে জিজ্ঞেস কর যে আমার অবস্থান কোথায়। আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো দরকার আছে? আমাকে নিয়ে সমালোচনা কর, চেয়ার নিয়ে সমালোচনা কর। তুই চাপ নিয়ে কথা বলিস, ব্যক্তি জীবন নিয়ে কথা বলিস, সংসার নিয়ে কথা বলিস।’

এ সময় মেজাজ হারান সানী। তিনি বলেন, ‘ওই তোর কী অবস্থা। এই আসিফ তোর কী অবস্থা। তুই আমাকে নিয়ে কথা বলিস।’ হাত উঁচিয়ে ওমর সানী আসিফের উদ্দেশে বলেন, ‘হাতটা দেখছস! আজ আমি ঢাকা সিটিতে আছি। তোর যদি সাহস থাকে আইসা আমার সাথে কথা বল। আমি তোকে তুমি করে বলেছি, আপনি করে বলেছি, ভদ্রভাবে বলেছি। পুরো বাঙালি জাতিকে চ্যালেঞ্জ করলাম। তোর ব্যক্তিজীবন নিয়ে কোনো কথা বলছি আমি? আমি ফুটবল নিয়ে বলেছি, চেয়ার নিয়ে বলেছি।’

asph_18c2GoD_20251030_171900867

সবশেষে ওমর সানী আসিফের উদ্দেশে বলেন, ‘তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমার সম্পর্কে কথা বলিস! তুই মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? বেয়াদব। ভালো হ। আল্লাহ সম্মান দিয়েছে, বয়স হয়েছে, ভাবি অনেক ভালো মানুষ। বাচ্চারা অনেক ভালো। বিয়েশাদি দিছিস ভালো হ, ভদ্র হ।’ 

ওমর সানীর ওই ভিডিওর মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। কেউ গায়ককে সমর্থন জানিয়েছেন। কেউ নায়কের পক্ষ নিয়েছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর