বিনোদন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম
পর্দার ‘খিলাড়ি’ অক্ষয় কুমার এক সময় বাস্তবেও কাটিয়েছেন খিলাড়ি জীবন। একাধিক নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। শিল্পা শেঠির সঙ্গে কথাবার্তা বিয়ে পর্যন্তও গড়িয়েছিলে। কিন্তু শেষ পর্যন্ত কাগজ-কলমে বাঁধা পড়েননি তারা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শিল্পা-অক্ষয়ের বিয়ে ঠিকঠাক হয়েছিল। ভাঙার কারণ হিসেবে পরিচালক সুনীল দর্শন জানান, বিয়ের আগে শিল্পার মা-বাবা নাকি বেশ কিছু শর্ত রাখেন অক্ষয়ের সামনে। যদিও শর্তগুলো ঠিক কী কী, তা নিয়ে কখনও প্রকাশ্যে আলোচনা করেননি শিল্পা বা অক্ষয়। কিন্তু, সুনীলের ধারণা শিল্পার পরিবার মেয়ের আর্থিক নিরাপত্তার দিকটা দেখে নিতে চেয়েছিলেন। সেখানেই নাকি অশান্তির সূত্রপাত।
তবে গুঞ্জন রয়েছে, একই সঙ্গে নাকি টুইঙ্কলের সঙ্গেও সম্পর্কে ছিলেন অক্ষয়। বিষয়টি কানে যেতেই আর পা বাড়াননি। বিয়ে ভেঙে দিয়ে সরে আসেন শিল্পা। যদিও এ নিয়ে কখনও দুজনের কেউ মুখ খোলেননি।
২০০১ সালে বিয়ে করেন টুইঙ্কল-অক্ষয়। দুই যুগ পরেও হাসিমুখে এক ছাদের নিচে আছেন তারা। অন্যদিকে ২০০৯ সালে শিল্পা বিয়ে করেন ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। বর্তমানে তাদেরও দিন কাটছে সুখ শান্তিতে।