দুঃসময় পিছু ছাড়ছে না শিল্পা শেঠি দম্পতির। ৬০ কোটি রুপি প্রতারণার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এরইমধ্যে নাকি বাড়ি ছেড়েছেন অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রা। এই সুযোগে পরকীয়ায় মজেছেন শিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সর্দারজির প্রেমে পড়েছেন শিল্পা। স্বামী বাড়ি ছাড়তেই তার সঙ্গে কাটাচ্ছেন সময়। বলিউড কোরিওগ্রাফার ফারাহ খানকে শিল্পা নিজেই দিয়েছেন এ তথ্য।
বিজ্ঞাপন
সম্প্রতি ফারহা খান আসেন শিল্পার বাড়িতে, তার নতুন চ্যানেলের অনুষ্ঠানের জন্য। বাড়ি ঢুকে রাজের কথা জিজ্ঞেস করতেই শিল্পা জানান, তিনি তার স্বামী নয় বরং প্রেমিকের সঙ্গে এই বাড়িতে থাকেন।
অভিনেত্রীর এমন কথা শুনেই চক্ষু ছানাবড়া ফারহার। তিনি পাল্টা বলেন, ‘‘এই তো জীবন। স্বামী যেতে না যেতেই প্রেমিক এলো বাড়িতে।’’ শিল্পা জানান, তিনি এক সর্দারজির প্রেমে পড়েছেন। সেই সর্দারজি আসলে আর কেউ নন, শিল্পার স্বামী রাজ। তার ‘মেহর’ নামে যে ছবিটি মুক্তি পেয়েছে সেখানে তাকে সর্দারের চরিত্রেই দেখা গেছে। বলা যায়, শিল্পা কোমর বেঁধে স্বামীর প্রচারে মাঠে নেমেছেন।

