রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের ‘রাউডি রাঠোর’, বাদ অক্ষয়! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

ফের ‘রাউডি রাঠোর’, বাদ অক্ষয়! 

বলিউডের ‘রাউডি রাঠোর’ হয়ে মন ভরিয়েছিলেন অক্ষয় কুমার। তার ‘ডোন্ট অ্যাংরি মি’ সংলাপটি আইকনিক হয়ে উঠেছিল। ছবির নতুন সিক্যুয়েল তৈরি হতে যাচ্ছে। তবে তাতে থাকছেন না খিলাড়ি। তাকে বাদ দিয়ে এ ছবি নিয়ে ভাবছে প্রযোজনা সংস্থা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বানসালি ও শাবিনা খান নাকি তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। সিক্যুয়েলটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। 


বিজ্ঞাপন


সব ঠিক থাকলে ২০২৬ সালের গোড়ার দিকে শুরু হবে শুটিং। তবে অক্ষয়কে ভাবা হচ্ছে সিক্যুয়েলে। নতুন মুখ নিয়ে আগ্রহী ছবির টিম। যদিও কিছু চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছে সূত্র। তবে সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও তিনি নাকি এই ছবিতে অভিনয় করছেন না বলে জানা গেছে।

২০১২ সালে নির্মাণ করা হয় ‘রাউডি রাঠোর’। ২০০৬ সালে দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘বিক্রমারকুডু’ ছবির রিমেক ছিল এটি। এতে অক্ষয়ের বিপরীতে ছিলেন সোনাক্ষী সিনহা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর