বিনোদন ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম
ছোট পর্দার অভিনেতা তিনু করিম গত বুধবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রক্তচাপ ও সুগার লেভেল কমে যাওয়ায় বুধবার (৩ ডিসেম্বর) তাঁকে প্রথমে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসকেরা জানিয়েছেন যে তাঁর অবস্থার কোনো উন্নতি নেই, বরং অবনতি হয়েছে।
এদিকে অভিনেতার সংকটাপন্ন পরিস্থিতিতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন নির্মাতা অনিমেষ আইচ। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তিনুদেরকে কেউ খোঁজে না। ও তো বিক্রয় যোগ্য হতে পারে নাই। ছেলেটা অনেক চেষ্টা করেছিল। আপনাদের এই সমস্ত ভাইরাল সংস্কৃতি, দাঁড়াতে দেয় নাই। মৃত্যুর মিছিলে আমরা ও আছি।’
তিনি যোগ করেন, ‘তিনু করিম এখন জীবন মৃত্যুর মাঝখানে ঝুলে আছে। স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে। কেউ খোঁজ নিতে যাবে না ওর অর্থের সংযোগ কোথা থেকে হবে?’

এর আগে গতকাল বৃহস্পতিবার অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন গণমাধ্যকে বলেছিলেন, ‘সকালে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কিছুই বলতে পারছেন না। শুধু জানিয়েছেন, কোনো উন্নতি নেই, বরং আরও অবনতি হয়েছে। আল্লাহর কাছে তাঁকে চাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।’
অভিনেতার স্ত্রী আরও জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তিনুকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে তার পরিবারের। তবে সবকিছু নির্ভর করছে বর্তমান শারীরিক অবস্থার ওপর।
প্রায় দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক হয়। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এছাড়াও তিনি ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
ইএইচ/