শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় ২৪ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ছোটপর্দার অভিনেতা তিনু করিম। বুধবার (৩ ডিসেম্বর) রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা হঠাৎ কমে গেলে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার তিনুর বর্তমান অবস্থা জানালেন তার স্ত্রী হুমায়রা নওশিন। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সকালে অভিনেতার স্ত্রীকে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা সব চেষ্টাই করছেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না।
বিজ্ঞাপন
নওশিন গণমাধ্যকে তিনি বলেন, ‘সকালে চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কিছুই বলতে পারছেন না। শুধু জানিয়েছেন, কোনো উন্নতি নেই, বরং আরও অবনতি হয়েছে। আল্লাহর কাছে তাঁকে চাওয়া ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।’
অভিনেতার স্ত্রী আরও জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তিনুকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে তার পরিবারের। তবে সবকিছু নির্ভর করছে বর্তমান শারীরিক অবস্থার ওপর।
প্রায় দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক হয়। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এছাড়াও তিনি ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন।
ইএইচ/

