শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ এএম

শেয়ার করুন:

লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম
তিনু করিম (ফাইল ছবি)

ছোট পর্দার অভিনেতা তিনু করিম অসুস্থ। রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। অভিনেতার স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৪ নভেম্বর থেকে তিনু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) তার শারীরিক অবস্থা অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়।  
 
অভিনেতার স্ত্রীর কথা অনুযায়ী, গত ৮ নভেম্বর বরিশাল গ্রামের বাড়িতে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। তখন শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে দ্রুত ঢাকায় এনে ২৪ নভেম্বর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে আইসিইউতে রাখা হলেও দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে কেবিনে নেয়া হয়। তবে বুধবার আবার রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা হঠাৎ কমে গেলে তিনি জ্ঞান হারান। এরপর তাকে প্রথমে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে স্থানান্তর করা হয়। 

306563903_495673245900640_2412409883801113221_n


বিজ্ঞাপন


স্বামীর সুস্থতার জন্য দোয়া কামনা করে হুমায়রা নওশিন গণমাধ্যমকে বলেন, ‘সবাই আমার সন্তানের বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের কাছে ফিরে আসতে পারেন। তিনু করিমের ১১ বছর বয়সী এক মেয়ে রয়েছে।’

প্রায় দুই যুগ ধরে অভিনয়ে আছেন তিনু। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটক দিয়ে তাঁর টিভি নাটকে অভিষেক হয়। ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এছাড়াও তিনি ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন।

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর