বিনোদন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
রাজস্থানের উদয়পুরে এক জমকালো বিয়ের আসরে চাঁদের হাট বসেছে। ২১ নভেম্বর মার্কিন ধনকুবের পদ্মজা এবং রামা রাজু মন্টেনার মেয়ে নেত্রা মান্টেনার বিয়েতে বলিউড তারকাদের পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মাতিয়ে তুলেছিল।
২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রণবীরের রোমান্স
বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যার মধ্যে বলিউড অভিনেতা রণবীর সিংকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তাঁর বাগদত্তা বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে নাচের ভিডিও নেটিজেনদের মুগ্ধ করেছে।

একটি ভিডিওতে দেখে যায়, রণবীর মঞ্চে টেনে আনেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও বেটিনা অ্যান্ডারসনকে। রণবীর তাঁর ব্লকবাস্টার ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-এর জনপ্রিয় গান ‘হোয়াট ঝুমকা’-এর তালে তাঁদের নাচিয়ে ছাড়েন। ডোনাল্ড ট্রাম্পের পুত্রবধূকে নাচতে উৎসাহিত করেছেন রণবীর।
সংগীত অনুষ্ঠানে বেটিনা অ্যান্ডারসন পরেছিলেন সোনালী লেহেঙ্গা এবং রণবীর ছিলেন একটি কালো ফর্মাল স্যুটে।
পাকিস্তানে রণবীর, জঙ্গির গুলিতে আহত হয়েও বন্ধ করেননি কাজ!
রাজকীয় বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে উদয়পুরের দ্য লীলা প্যালেস, জেনানা মহল এবং জগমন্দির আইল্যান্ড প্যালেসের মতো বিলাসবহুল ভেন্যুগুলোতে। তিনদিন ব্যাপী বিয়ের অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলে প্রায় ৬ শো অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন ধনকুবের মালিক রামা রাজু।

শুধু ভারতীয় তারকারাই নন, এই বিয়েতে আন্তর্জাতিক পপ তারকা জেনিফার লোপেজ এবং জাস্টিন বিবারও পারফর্ম করবেন বলে জানা গেছে।
নেত্রা মান্টেনা অরল্যান্ডো-ভিত্তিক বিলিয়নিয়ার পদ্মজা এবং রামা রাজু মান্টেনার কন্যা। অন্যদিকে, বর ভামসি গাদিরাজু কলাম্বিয়া ইউনিভার্সিটির স্নাতক এবং একজন সফল প্রযুক্তি উদ্যোক্তা।
ইএইচ/