রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রণবীরের রোমান্স

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

২০ বছরের ছোট নায়িকার সঙ্গে রণবীরের রোমান্স

গতকাল ৬ জুলাই মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ফাস্ট লুক। যা দেখে উত্তাল সোশ্যাল মিডিয়া। ২ মিনিট ৩৯ সেকেন্ডের ফাস্ট লুকে একদম ভিন্ন রূপে ধরা দিয়েছেন অভিনেতা। উস্কোখুস্কো চুল, রক্তাক্ত মুখ, জুতো থেকে দেশলাইয়ে আগুন ধরানোর প্রতিটি দৃশ্যে দক্ষতার ছাপ স্পষ্ট।  


বিজ্ঞাপন


‘ধুরন্ধর’ ছবির ফাস্ট লুক দিয়ে নেটিজেনদের নজর কড়েছেন রণবীর। তবে সব আলো কেঁড়ে নিয়েছেন ছবির নায়িকা সারা অর্জুন। এ ছবির ফাস্ট লুকে দেখা গেছে দক্ষিণী অভিনেত্রীকে। গতকাল রোববার ৪০ বছরে পা রেখেছেন রণবীর সিং। অন্যদিকে ‘ধুরন্ধর’ ছবির নায়িকা সারার বয়স ২০ বছর। 

Screenshot_2025-07-07_162153

আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর-সারার ‘ধুরন্ধর’। তার আগে সিনেমার ফাস্ট লুক মুক্তি পেতেই উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। আলোচনার মুল কারণ সারা-রণবীরের বয়স। পর্দায় বিশ বছরের ছোট নায়িকার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে রণবীরকে! ছবির ফাস্ট লুক প্রকাশের পর তাঁদের বয়স নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে সারা কোন চরিত্রে অভিনয় করেছেন তা এখনও জানা যায়নি।  


বিজ্ঞাপন


বলে রাখা ভালো, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় সারা অর্জুন। বলিউড ও তামিল মিলিয়ে এক গুচ্ছ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নির্মাতা মনি রত্নমের ‘পোন্নিইন সেলভন’ সিনেমায় ঐশ্বরিয়া রাই বচ্চনের ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল সারাকে। ২০১০ সালে এ এল বিজয়ের ‘দেইভা তিরুমাগালে’ ছবিতে মাত্র পাঁচ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে অভিষেক হয়। 

Screenshot_2025-07-07_162341

‘ধুরন্ধর’ ছবির মাধ্যমে ভারতীয় সুপার স্পাই এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের জীবনের গল্প তুলে ধরবেন নির্মাতা আদিত্য ধর। এ সিনেমায় রণবীর-সারা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর.মাধবন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল। 
 
ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর