বিনোদন ডেস্ক
০৩ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন আজ। একান্ন বছর পেরিয়ে বায়ান্নতে পা দিয়েছেন তিনি। ১৯৭৩ সালের ৩ নভেম্বর নাজমুজ্জামান মনি এবং শামীমা আখতার জামান দম্পতির ঘরে জন্ম অভিনেত্রীর। পরিবারের বড় মেয়ে তিনি।
প্রতিবছর জন্মদিন ঘিরে নানা প্রস্তুতি দেখা গেলেও এবারের জন্মদিনে তেমন কোনো আয়োজন নেই। কারণ বছর দুই ধরে আমেরিকাতে অবস্থান করছে মৌসুমী। তবে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রীর স্বামী ওমর সানী।
ঘড়ি কাঁটায় যখন ১২ টা ২৭ মিনিট তখন সামাজিকমাধ্যমে এক পোস্টে সানী লেখেন, শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব। শুভ জন্মদিন।’ ওই পোস্টে দুইটি ছবি প্রকাশ করেছেন তিনি। একটি ছবিতে মৌসুমী পাশে দাঁড়িয়ে আছেন সানী। অন্য একটা ছবিতে ওমর সানী-মৌসুমীর সঙ্গে একটি ছোট শিশু।

মৌসুমীর জন্মদিনের পোস্ট প্রকাশের পর অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগারী। বাদ জানননি শোবিজ তারকারাও। ওমর সানীর পোস্টের মন্তব্যের ঘরে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফারজানা চুমকি, অভিনেত্রী মুনমুন, রিমু রোজা খন্দকার, সংগীতশিল্পী লুৎফার হাসান।
১৯৭৩ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মৌসুমী। তার প্রথম সিনেমা ছিল সালমান শাহ–অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। প্রথম সিনেমা দিয়েই দর্শকের দর্শকের হৃদয় জয় করেন মৌসুমী।
ইএইচ/