অভিনয়ে আগের মতো নিয়মিত নন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। সময় দেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘চাপওয়ালা শ্বশুরবাড়ি’ তে। এদিকে প্রিয় তারকাকে পর্দায় না দেখায় আক্ষেপ অনেকের। কেউ কেউ জানতে চান কারণ। সিনেমা থেকে সানীর সরে যাওয়ার পেছনে তিনটি কারণকে দায়ী করেছেন নির্মাতা ও অভিনেতা রবিউল ইসলাম রাজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন রাজ নামের ওই ব্যক্তি। সেখানে দাবি করেছেন আমজাদ হোসেনের সঙ্গে বেয়াদবি, আহমেদ আলী মণ্ডলকে চড়, মৌসুমীকে বিয়ে —তিন কারণেই ধ্বংস হয়েছে ওমর সানীর ক্যারিয়ার।
বিজ্ঞাপন
রাজের অভিমতের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ওমর সানী ঢাকা মেইলকে বলেন, ‘এগুলো ভন্ডামি ছাড়া আর কিছু না। আমজাদ হোসেনের সঙ্গে আমার যথেষ্ট সখ্যতা ও ভালোবাসা ছিল। সে ভাইরাল হওয়ার জন্য এগুলো করছে। তাঁকে হয়তো কেউ পরামর্শ দিয়েছে এগুলো করলে তোমার সংসার চলবে।’

রবিউল ইসলাম রাজকে নিজের রেস্টুরেন্টে আমন্ত্রণ জানিয়ে সানী বলেন, ‘আমি তাঁকে আমার রেস্টুরেন্টে আমন্ত্রণ জানাই। যদি কোনো সমস্যা থাকে, ওঁর দুঃখের কথাগুলো যদি আমাকে বলে তাহলে আমি উপকার করার চেষ্টা করব। সাহায্য করবেন কি না জানতে চাইলে নায়ক বলেন, না… না। সাহায্য তো আল্লাহ করেন। আমার তো সাহায্য করার কোনো ক্ষমতা নেই। জীবন, মৃত্যু, রিজিক, দৌলাত সব আল্লাহ দেন।’
বিজ্ঞাপন
রবিউল ইসলাম রাজকে নিয়ে ওমর সানী বলেন, রবিউল ইসলাম রাজ সহকারী পরিচালক ছিলেন না। সে চতুর্থ বা পঞ্চম সহকারী পরিচালক ছিল। আমার সঙ্গেও কাজ করেছে তবে সে সময় আমার হাতে ২০টার মতো ছবি। তখন এতো সময় কোথায় ছবির অন্যান্যদের বিষয়ে খবর নেওয়ার। আমি মন ভরে দোয়া করি সে ভালো থাকুক।’

অভিনেতাকে সবশেষে দেখা যায় ‘ডেডবডি’ সিনেমায়। ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন ইকবাল। ওমর সানী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও কলকাতার মডেল
ইএইচ/

