images

বিনোদন

দুই দশক আগে যে কনসার্টে বদলে যায় বিদ্যা বালানের জীবন 

বিনোদন ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ১১:৫৫ এএম

ভরপুর গ্ল্যামার থাকা সত্ত্বেও অভিনয় দক্ষতাকে পুঁজি করে বলিউডে আলাদা অবস্থান গড়েছেন বিদ্যা বালান। এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন গল্পের নায়ক হিসেবে। এবার তিনি শোনালেন নিজের জীবন বদলে যাওয়ার গল্প।

কোনো মনিষীর পরামর্শে বা পুস্তক পাঠে না, দুই দশক আগে বিদ্যার জীবন বদলে দিয়েছিল এনরিকে ইগলেসিয়াস একটি কনসার্ট। ফিল্মি ক্যারিয়ারে বদল কীভাবে আসে সে প্রশ্নের উত্তরে ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি জানান বিদ্যা। 

337529834_746130500286345_8239658540243627451_n_20240414_123840154_20241005_130108840_(1)

২০০৪ সালে মুম্বাইয়ের একটি কনসার্টে গান শোনান এনরিকে। বন্ধু পবিত্রর সঙ্গে সেখানে যান বিদ্যা। তিনি যখন এনরিকের গানে বুঁদ ঠিক তখন তাকে খুঁজছিলেন পরিচালক প্রদীপ সরকার। তাকে ফোনে না পেয়ে ফোন করেন পবিত্রকে। তিনি বিদ্যাকে কথা বলিয়ে দেন প্রদীপের সঙ্গে।

বিদ্যার কথায়, “আমি তখন আমার বন্ধু পবিত্রর সঙ্গে এনরিকের কনসার্টে গিয়েছিলাম। এমন সময় আমাকে পরিচালক প্রদীপ দা ফোন করেন। তিনি ওই সময় আমাকে ফোনে না পেয়ে পবিত্রকে ফোন করেন। জিজ্ঞেস করেন আমি কোথায়? এরপর পবিত্র ফোন আমাকে দেয়। আমি ওই মুহূর্তে প্রদীপদাকে বলি যে, ‘আমি কনসার্টে আছি পরে কথা বলতে চাই।’’ 

a7768763f4aa-nashville-tennessee-enrique-iglesias-performs-during-the-trilogy-tour-at-bridges

অভিনেত্রী বলেন, ‘‘আমি এটা বলার পর প্রদীপদা বলেন তুমি যেখানে আছ সেখান থেকে বেরিয়ে এসে কথা বলো। কারণ বিধু বিনোদ চোপড়া তোমার সঙ্গে কথা বলতে চান। আর এরপরই আমার ফিল্মি ক্যারিয়ারের ভাগ্যের চাকা ঘুরে যায়। ফোনে কথা হয় বিধু বিনোদ চোপড়ার সঙ্গে এবং তিনি ফোনের ওপার থেকে আমাকে বলেন “তুমিই আমার ছবির পরিণীতা।” 

বিদ্যা বলেন, ‘‘একদিকে ফোনের ওপার থেকে এমন একটা খবর, জীবনের এমন একটা প্রাপ্তি আর অন্যদিকে তখন এনরিকে স্টেজে গাইছে তাঁর বিখ্যাত গান ‘হিরো’। সবমিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয় যে আমার চোখে বয়ে যায় তখন আনন্দাশ্রু। হাত-পা কাঁপছে, বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম আমি রীতিমতো। সেই কথা আজও মনে পড়ে। আজ এতগুলো বছর পর যখন আবার এনরিকে মায়ানগরীতে ফের কনসার্টে আসছে তখন আমার সেই পুরনো দিনগুলোর কথা মনে পরে যাচ্ছে। কীভাবে তার কনসার্ট থেকেই আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল তা আমার সারাটা জীবন মনে থাকবে।”

vidya-20230622095940

ফের ভারতে গান শোনাতে এসেছেন এনরিকে। আজ ২৯ ও আগামীকাল ৩০ অক্টোবর বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে তার কনসার্ট। তা নিয়ে উন্মাদনা যখন তুঙ্গে তখন দুই দশক আগের স্মৃতি ভাগ করে নিলেন বিদ্যা।