সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চার বছর পর বড়পর্দায় ফিরছেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০২৩, ০৯:৫৯ এএম

শেয়ার করুন:

চার বছর পর বড়পর্দায় ফিরছেন বিদ্যা বালান

বিদ্যা বাগচি থেকে সিল্ক স্মিতা— পর্দায় বিদ্যা বালান এলেই সেই ছবিতে অভিনেত্রীর চরিত্র যেকোনো গড়পড়তা অন্যান্য চরিত্রদের থেকে অনেকটা আলাদা হবে এই কথা সকলেই জানেন। ফলে, তার ছবি নিয়ে বাড়তি উৎসাহ থেকেই যায় দর্শকদের।

ফের পর্দায় আসছেন বিদ্যা বালান তার নতুন ছবি ‘নিয়াত’ নিয়ে। বুধবার সেই ছবিরই টিজার মুক্তি পেল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যাশা মতোই চেনা ছকের থেকে একেবারে আলাদা লুকে দেখা গেছে তাকে। ছবিতে এক গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তবে গোয়েন্দার চিরাচরিত লুকের বদলে এই ছবিতে ছোট চুল, তীক্ষ্ণ দৃষ্টির বিদ্যাকে দেখা যাচ্ছে টিজারে।


বিজ্ঞাপন


দীর্ঘ চার বছর বড়পর্দায় দেখা যায়নি বিদ্যা বালানকে। ‘মিশন মঙ্গল’ ছবির পর ওটিটিতে ‘শেরনি’, ‘শকুন্তলা দেবী’র মতো ছবি ও সিরিজে অভিনয় করলেও বড়পর্দার দাপুটে বিদ্যাকে মিস করছিলেন অনেকেই। অবশেষে পূরণ হতে চলেছে তার ভক্তদের সেই প্রত্যাশা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর