সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কলকাতার রাস্তায় পোশাক বদলাতে বাধ্য হন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ০১:০১ পিএম

শেয়ার করুন:

কলকাতার রাস্তায় পোশাক বদলাতে বাধ্য হন বিদ্যা বালান

স্রোতের জোয়ারে না ভেসে নিজের মতো করে কাজ করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার নামে সিনেমা হলে যান দর্শক। তবে আজকের এ অবস্থানে আসতে বেশ খাটতে হয়েছে। এমনকি কলকাতার রাস্তায়ও বদলাতে হয়েছে পোশাক। ভারতীয় সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন পরিচালক সুজয় ঘোষ।

বিদ্যার ক্যারিয়ারের জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘কাহানি’। এ ছবি করতে গিয়েই রাস্তায় পোশাক ছাড়তে হয়েছে অভিনেত্রীকে। পরিচালক সুজয় বলেন, ‘শুনলে অবাক হবেন, ভ্যানিটি ভাড়া নেওয়ার মতো সামর্থ্যও আমাদের ছিল না। না ছিল শ্যুটিং থামিয়ে পোশাক বদলাতে যাওয়ার মতো বিলাসিতা। এত টাইট বাজেটে আমরা কাজ করছিলাম। তাই যতবারই বিদ্যা বালনকে পোশাক বদলাতে হতো, আমরা কালো কাপড় দিয়ে ওর ইনোভা ঢেকে দিতাম। আর ও তার ভেতরে পোশাক বদলাত।’

87018630_2570998643135829_8233306436457725952_n_20240427_115506150

সুজয় আরও বলেন, ‘আলাদিনের ব্যর্থতার পর, বিদ্যা সহজেই কাহানিকে না বলতে পারত। কিন্তু, আমি সেই প্রজন্মের অভিনেতাদের দেখেছি...স্যার ( অমিতাভ বচ্চন ) এমনকী খান সাহেব (শাহরুখ খান) পর্যন্ত...ভীষণ নিজের কথার পাক্কা। তারা যদি কিছু করার প্রতিশ্রুতি দেয় তবে তা করেই। বিদ্যাও সেই ক্যাটাগরিতে পড়ে। সে কাহানির সঙ্গে আটকে ছিল।’

২০১২ সালে মুক্তি পায় ‘কাহানি’। ছবিটি শুধু বিদ্যাকে ওপরে ওঠায়নি। ক্যারিয়ার ঘুরিয়েছিল সুজয়ের। এর আগে একাধিক ফ্লপ ছবি দিয়ে ক্লান্ত সুজয় বিদ্যা বালানের হাত ধরে দেখেন সফলতার মুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর