বিনোদন ডেস্ক
০৯ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম
সুযোগ পেলেই শাকিব খানকে কটাক্ষ করা যেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবালের অভ্যাস। শকিবকে সুপারস্টার হিসেবে মানেন না। তার সিনেমাগুলো ব্যবসা করছে বলেও বিশ্বাস করেন না। তিনি মনে করেন শাকিবের সিনেমা নিয়ে তোলা হাইপ আসলে ভুয়া।
সংবাদমাধ্যমকে ইকবাল বলেন, ‘আমি যা বলি সত্য বলি, আমি কোনো মিথ্যা বলি না। শাকিবের সিনেমা নিয়ে যে হাইপ তোলা হয়, তা আসলে ভুয়া। ‘প্রিয়তমা’র পরে তার একটা সিনেমাও চলেনি। কিন্তু তাকে নিয়ে এরপর যে ফার্স্ট ক্লাস ডিরেক্টররা ছবি বানায়, খোঁজ নিয়ে দেখেন ইউটিউব গ্রুপ, ফেসবুক গ্রুপকে টাকা দিয়ে তারা আওয়াজ তুলেছে। আসলে কিন্তু সিনেমা ব্যবসা করেনি।’’
তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে সবাই শিওর শট খেলতে চায়। এইজন্য ইন্ডাস্ট্রিতে ফার্স্ট ক্লাস নামে পরিচিত ডিরেক্টর হিন্দি ছবির ১০ পার্সেন্ট, তেলেগু ছবি থেকে ১০ পার্সেন্ট, তামিল ছবি থেকে ১০ পার্সেন্ট- এইভাবে কপি করে একটা সিনেমা বানায়। তারপর প্রচার করে বিশাল কিছু বানাইছে। কিন্তু মানুষ তো বোঝে এইসব নকল। যতই আওয়াজ তুলুক, কিছু টাকা হয়তো উঠে আসে। কিন্তু এইসব ছবি লাভের মুখ দেখে না।’
যদিও ইকবাল পরিচালিত সিনেমাগুলোও কোমরা সোজা করে দাঁড়াতে পারে না। তার সবশেষ পরিচালিত ডেডবডি সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে। অনন্ত জলিলকে নিয়ে নতুন ছবি বানাবেন বলে জানিয়েছেন তিনি।