অপেক্ষার প্রহর গুনছিলেন শাকিবিয়ানরা। কেননা আগেই ছড়িয়েছিল আজ মঙ্গলবার আসছে ঢালিউড কিং শাকিব খানের ‘সোলজার’ -এর ফার্স্ট ট্রেলার। তাই মুখিয়ে ছিলেন তারা। অবশেষে অপেক্ষার অবসান। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে ছবির প্রথম ঝলক।
৩৪ সেকেন্ডের ট্রেলারে শুরুতেই দেওয়া হয় বাংলাদেশের দুর্নীতি, সিন্ডিকেটের আঁচ। সঙ্গে ভেসে ওঠে জাতীয় পতাকা। পাশাপাশি বাংলাদেশের পরিচয় বহন করে এমন কিছু স্থাপনা। সেইসঙ্গে দেওয়া হয় প্রতিশোধের আভাস। এতে স্পষ্ট ছবিতে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতির বিরুদ্ধে লড়বেন শাকিব।
বিজ্ঞাপন
সে লড়াই যে ভয়াবহ হবে তা ঘড়ির টিক টিক, ধুন্ধুমার মারামারি এবং কিং খানের হুংকারে স্পষ্ট। তবে ট্রেলারে সশরীরে ধরা দেননি শাকিব। একটি মোশন পোস্টারের মাধ্যমে তার উপস্থিতি দেখানো হয়েছে। সঙ্গে আলো-আধারের খেলায় বন্দুকযুদ্ধের চিত্র। সবশেষে ভেসে আসে শাকিবের কণ্ঠ। প্রশ্ন রেখে যান, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’
এদিকে ট্রেলার প্রকাশ পেতেই প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর ফেসবুক পেজে ভিড় করছেন কিং খানের অনুরাগীরা। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘মারাত্মক রূপ’। কারও কথায়, ‘পুরাই আগুন’।
রোববার (৫ অক্টোবর) ঢাকার ৩০০ ফুট এলাকায় শাকিব খানের ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছে। পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গুঞ্জন উঠেছে, তার বিপরীতে থাকছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও অরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।

