রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গভীর রাতে কার সঙ্গে ভিডিও প্রকাশ করলেন শাকিব খান? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

গভীর রাতে কার সঙ্গে ভিডিও প্রকাশ করলেন শাকিব খান? 

বাবা হিসেবে অতুলনীয় সুপারস্টার শাকিব খান। দুই সন্তানের প্রতি সমান যত্নবান। কাউকে দুচোখ করেন না। সন্তানদের জন্মদিনে পাওয়া যায় এর প্রমাণ। এই যেমন আজ ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর ছেলে জয়ের জন্মদিন। প্রথম প্রহরেই কিং খান জানিয়েছেন শুভেচ্ছা।

গতকাল ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে জয়ের সঙ্গে একোটি ভিডিও প্রকাশ করেন শাকিব। সেখানে সন্তানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত দেখা যায় শাকিবের। 


বিজ্ঞাপন


553179905_1463918644876035_5322902644556277275_n

ক্যাপশনে তিনি লিখেছেন, শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা— তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে। 

শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর