বিনোদন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পিএম
গেল ২৯ সেপ্টেম্বর রাতে রামপুরার আফতাব নগরে দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। দূর্বিত্তের হামলার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার পর স্থানীয়রা আজ্ঞান অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে মুগদা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে গত দুইদিন ধরে নিজ বাড়িতেই ছিলেন হিরো আলম।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় আফতাবনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন হিরো আলম। গণমাধ্যমকে তিনি জানান, হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাবেন।

এর আগে হামলার বিষয়ে হিরো আলমের স্ত্রী রিয়া মনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘হিরো আলমকে যেভাবে মারা হয়েছে, তাকে মেরেই ফেলা হতো। সেসময় কিছু লোক উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাকে যেভাবে পেটানো হয়েছে, আরেকটু হলেই মারা যেত।’
কারা মেরেছেন এ বিষয়ে এখনও জানেন না রিয়া। তিনি বলেছিলেন, ‘আসলে কারা মেরেছে হিরো আলমকে বুঝতে পারছি না। নিশ্চয়ই পূর্ব শত্রুতার জেরেই তাকে মারা হয়েছে। এভাবে কেউ কাউকে এমনি মারে না। নিশ্চয়ই তাকে মেরে ফেলার উদ্দেশে এভাবে মারা হয়েছে। এর দ্রুত বিচার চাই আমরা।’
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। হিরো আলমের পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে।
ইএইচ/