মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরো আলমের মারধরের ঘটনায় মুখ খুললেন রিয়া মনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ পিএম

শেয়ার করুন:

হিরো আলমের মারধরের ঘটনায় মুখ খুললেন রিয়া মনি
হিরো আলম- রিয়া মনি

রাজধানীতে রামপুরার আফতাব নগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। অজ্ঞান অবস্থায় তাকে আফতাব নগরে থেকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মুগদা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলার ঘটনার পর ফেসবুক লাইভে হিরো আলমের স্ত্রী রিয়া মনি দাবী করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার ওপর হামলা করা হয়েছে। তিনি বলেন, ‘কেন তার ওপর হামলা করা হবে? আমরা কোন দেশে বসবাস করতেছি? সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে। রাজনীতি আমি নিজেও পছন্দ করি না। তাহলে এই হামলার মানেটা কী?’

513222491_1784059552188899_6939617021253108606_n

এরপর রিয়া আরও বলেন,’অতীতে যা করছে সে সব বাদ দিয়ে এখন স্বাভাবিক জীবন যাপন করতে চাচ্ছে। কিন্তু না, করা যাচ্ছে না। অতীতেও যেভাবে তার ওপর হামলা করেছে এখনও হামলা করছে। হাত কেটে রাখে নাই। একটা মানুষের ওপর কেন এরকম অত্যাচার হবে। তার তো সুস্থভাবে বাচার অধিকার রয়েছে। তার ছেলে মেয়ে রয়েছে। তাঁকে তো কেউ বাবা ডাকে। তার ওপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাচে।’

এদিক হামলা বিষয়ে গণমাধ্যমকে রিয়া বলেন, ‘হিরো আলমকে যেভাবে মারা হয়েছে, তাকে মেরেই ফেলা হতো। সেসময় কিছু লোক উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাকে যেভাবে পেটানো হয়েছে, আরেকটু হলেই মারা যেত।’

image

কারা মেরেছেন এ বিষয়ে এখনও জানেন না রিয়া মনি। তিনি বলেন, ‘আসলে কারা মেরেছে হিরো আলমকে বুঝতে পারছি না। নিশ্চয়ই পূর্ব শত্রুতার জেরেই তাকে মারা হয়েছে। এভাবে কেউ কাউকে এমনি মারে না। নিশ্চয়ই তাকে মেরে ফেলার উদ্দেশে এভাবে মারা হয়েছে। এর দ্রুত বিচার চাই আমরা।’ 

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। হিরো আলমের পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে।  

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর