মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হামলার পর এখন কেমন আছেন হিরো আলম, জানালেন রিয়া মনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

হামলার পর এখন কেমন আছেন হিরো আলম, জানালেন রিয়া মনি
রিয়া মনি-হিরো আলম

গেল ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজধানীতে রামপুরার আফতাব নগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

হামলার ঘটনার পর অসুস্থতার খবরে কপালে ভাঁজ তার ভক্তদের। কেমন আছেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর? জানতে উদগ্রীব তারা। হিরো আলম বর্তমান শারীরিক অবস্থা জানিয়েছেন তার স্ত্রী রিয়া মনি। বুধবার (১ অক্টোবর) এক পোস্টে হিরো আলমের ছবি প্রকাশ করে লিখেছেন, ‘অনেকেই হিরো আলমের বর্তমান অবস্থা জানতে চাচ্ছেন এই হচ্ছে হিরো আলমের বর্তমানের অবস্থা।’ 

556631048_1857772561484264_4488809549588736934_n

ছবিতে দেখে যায়, হিরো আলমের মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। 

হিরো আলমের ওপর কারা হামলা করেছেন এ বিষয়ে এখনও জানেন না রিয়া মনি। এ প্রসঙ্গে  তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘আসলে কারা মেরেছে হিরো আলমকে বুঝতে পারছি না। নিশ্চয়ই পূর্ব শত্রুতার জেরেই তাকে মারা হয়েছে। এভাবে কেউ কাউকে এমনি মারে না। নিশ্চয়ই তাকে মেরে ফেলার উদ্দেশে এভাবে মারা হয়েছে। এর দ্রুত বিচার চাই আমরা।’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর