বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম
মালয়ালম তারকা অভিনেতা মোহনলাল। কদর রয়েছে বলিউড ও তামিলা সিনেমায়। চার দশকের ক্যারিয়ারে ৪০০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণে ভূষিত করা হয়েছে তাকে। এবার তার মুকুটে যুক্ত হলো নতুন পালক। চার দশকের ফিল্মি ক্যারিয়ারের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন তিনি। এ খবর ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
খবরটি প্রকাশ্যে আসার পর অভিনেতাকে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মোহনলাল বহুমুখি প্রতিভার প্রতীক। মালয়ালম চলচ্চিত্র ও মঞ্চের সুপরিচিত মুখ। তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি সিনেমাতেও তাঁর অবদান ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।’
খবরটি প্রকাশ্যে আসার পর এক নিজের ফেসবুকে এক প্রতিক্রিয়া অভিনেতা বলেন, ‘দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার জন্য আমি সম্মানিত বোধ করছি। এই মর্যাদাটি শুধুমাত্র আমার নয় —এই যাত্রায় যারা আমার সঙ্গে হেঁটেছেন তারা সকলের জন্য এটি উৎসর্গ করছি। আমার পরিবার, দর্শক, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্খীদের প্রতি আমার ভালোবাসা। তাঁদের উৎসাহ আমার সবচেয়ে বড় শক্তি; আজ তাদেরই কারণেই আমি সম্মানিত হয়েছি। এই স্বীকৃতি আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি।’
আগামী ২৩ সেপ্টেম্বর, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অনুষ্ঠানে মোহনলালের হাতে ‘দাদাসাহেব ফালকে’ সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
১৯৭৮ সালে মালায়ালাম চলচ্চিত্র ‘থিরানোত্তম’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ মোহনলালের। মালয়ালম ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষার উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র। এরমধ্যে ‘ইরুভার’, ‘কিরিডাম’, ‘ভরতম’, ‘বনপ্রস্তম’ এবং ‘কানমাদম’ উল্লেখযোগ্য চলচ্চিত্র। এ পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন মোহনলাল।

২০০১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী এবং ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেছে।
অভিনেতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘এল২ এমপুরাণ’ সিনেমায়। ছবিটি মুক্তির পর সনাতন ধর্মাবলম্বীদের নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ ওঠে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নিন্দার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একাংশ মোহনলালকে বয়কটের ডাক দিয়েছিলেন।
ইএইচ/