বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্মীয় অনুভূতিতে আঘাত, জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২৫, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

ধর্মীয় অনুভূতিতে আঘাত, জনপ্রিয় অভিনেতার বিরুদ্ধে মামলা

ধর্মীয় কারণে অভিনয়শিল্পীর বিরুদ্ধে মামলা করার সংস্কৃতি ভারতে প্রায় প্রতিষ্ঠিত। এ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলিউড, দক্ষিণী তাবড় তারকাদের। এবার খেসারত দিতে হচ্ছে দক্ষিণী অভিনেতা সান্থানামের। অভিনেতার মুক্তি প্রতীক্ষিত ‘ডিডি নেক্সট লেভেল’ সিনেমার গানের বিরুদ্ধে মামলা করেছে ভারতের বিজেপি নেতা। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।  

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, সানির 'জাট' বয়কটের ডাক


বিজ্ঞাপন


এই ছবিতে একটি ভক্তিমূলক সংগীত র‍্যাপ হিসেবে ব্যবহার করে বিতর্কের জন্মদিয়েছে। ‘কিসসা ৪৭’ শিরোনামের ওই গানে ব্যবহার করা হয়েছে ভক্তিমূলক সংগীত ‘শ্রীনিবাসা গোবিন্দ, শ্রী ভেঙ্কটেশা গোবিন্দ’। এই গানটিকে ‘ওয়েস্টার্ন’ র‍্যাপের সঙ্গে মিশিয়ে উপস্থাপন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) এবং বিজেপি নেতা ভানুপ্রকাশ রেড্ডি।

Santhanam

তিনি অভিযোগ করেছেন গানের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এবং অভিনেতা সান্থানামের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন ভানুপ্রকাশ। 

'ধর্মীয় অনুভূতিতে আঘাতের' অভিযোগ মোহনলালের বিরুদ্ধে


বিজ্ঞাপন


তিনি আরও জানিয়েছেন, ‘গানটি সিনেমা ও সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছেন। অভিযোগের পরও যদি এই বিষয় পদক্ষেপ না নেওয়া হয় তাহালে আরও বড় পরিসরের প্রতিবাদ ও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা।’

এস. প্রেম আনন্দ পরিচালিত ছবিতে সান্থানাম ছাড়াও অভিনেয় করেছেন গীতিকা তিওয়ারি, সেলভারাঘবন এবং গৌতম বাসুদেব মেনন। কমেডি হরর চলচ্চিত্রটি ২০২৩ সালের ডিডি রিটার্নস  এর সিক্যুয়েল। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর