images

বিনোদন

পুরুষের সঙ্গে বিছানা শেয়ার করব আমি এত সস্তা নই: তনুশ্রী

বিনোদন ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম

দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়ে অনিয়মিত তনুশ্রী দত্ত। তবুও বলিউডে তিনি প্রসঙ্গিক। সাম্প্রতিক সময় নানা মন্তব্যের জেরে সংবাদের শিরোনাম ‘আশিক বনায়া আপনে’ ছবির নায়িকা। এবার  জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী। তনুশ্রী দাবি করেন, তাঁকে ১১ বছর ধরে ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার জন্য ডাকা হলেও তিনি বারবার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

অভিনেত্রীর কথায়, “আমি টানা ১১ বছর ধরে ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। প্রতি বছর ওরা এসে আমার পেছনে লাগে, আমি বকাঝকা করি। আমি ওই পরিবেশে একদিনও থাকতে পারব না। আমি তো নিজের পরিবারের সঙ্গেও সব সময় থাকি না, আমাদের আলাদা জায়গা থাকে।”

tonu

একবার তনুশ্রীকে ১ কোটি ৬৫ লাখ রুপি টাকা অফার করা হয়েছিল, চাইলে আরও টাকার প্রস্তাব আসবে। তবে অভিনেত্রী জানিয়েছিলেন তাঁকে চাঁদ এনে দিলেও বিগ বস’-এর ঘরে যাওয়ার প্রস্তাব গ্রহণ করবেন না। তনুশ্রীর ভাষ্য, ‘আমাকে যদি চাঁদ পাইয়ে দেওয়ার কথা বলা হয় তবুও আমি যাব না। পুরুষ আর মহিলারা একই বিছানায় ঘুমায়, একই জায়গায় মারপিট করে। আমি সেটা মানতে পারব না। আমি নিজের ডায়েট নিয়ে খুব কড়া। আর একটা রিয়েলিটি শোয়ের জন্য কোনো পুরুষের সঙ্গে বিছানা শেয়ার করব, এটা ভাবতেও পারি না। যত কোটিই টাকা দিক আমি এত সস্তা নই।’  

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনে সরব হন। তখন তিনি নানা পাটেকার, কোরিওগ্রাফার গণেশ আচার্য এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। এরপর থেকেই দীর্ঘদিন অভিনয়ের বাইরে। সিনেমাতে কাজ না থাকায় মাঝে দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন। বছর দুই আগে দেশে ফিরেছেন। 

ইএইচ/