সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘দয়া করে কেউ আমাকে সাহায্য করুন’, লাইভে এসে কাঁদতে কাঁদতে তনুশ্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

‘দয়া করে কেউ আমাকে সাহায্য করুন’, লাইভে এসে কাঁদতে কাঁদতে তনুশ্রী

বলিউড অভিনেতা ইমরান হাশমির সঙ্গে আইকনিক ‘আশিক বনায়া আপনে’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তনুশ্রী দত্ত। ছিপছিপে রোগা, সুন্দরী তনুশ্রীর ঘনিষ্ঠ দৃশ্যে কোনো আপত্তি না থাকায় তরতরিয়ে উঠেছিলেন জনপ্রিয়তার চূড়ায়। তবে বেশি দিন নিজের সফলতা ধরে রাখতে পারেননি। 

‘মি-টু’ মুভমেন্টে মুখ খুলে বিতর্ক জড়ান অভিনেত্রী। এরপর থেকেই দীর্ঘদিন অভিনয়ের বাইরে। সিনেমাতে কাজ না থাকায় মাঝে দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন। বছর দুই আগে দেশে ফিরেছেন। 


বিজ্ঞাপন


বুধবার (২৩ জুলাই) রাতে হঠাৎ সামাজিকমাধ্যমে কাঁদতে কাঁদতে ভেজা চোখে একটি ভিডিও প্রকাশ করেছেন অভিনেত্রী। ভিডিও প্রকাশ করে অভিনেত্রীর পোস্টে তিনি লিখেছেন, ‘আমি এই হয়রানিতে একেবারে ক্লান্ত ও বিরক্ত! এটা আমার সঙ্গে ২০১৮ সাল থেকে চলছে। আজ আমি বিরক্ত হয়ে পুলিশকে ফোন করেছি। দয়া করে কেউ আমাকে সাহায্য করুন! কিছু করুন, কিছু করার আগেই দেরি হয়ে যাবে।’

ওই ভিডিওতে দেখা গেছে অভিনেত্রী হাউহাউ করে কাঁদছেন আর বলছেন, ‘আমি নিজের বাড়িতেই হেনস্থার শিকার হচ্ছি। আমাকে নিজের বাড়িতেই সমস্যায় পড়তে হচ্ছে। এ কারণেই পুলিশকে ডাকতে বাধ্য হয়েছি। আজকে তাঁরা এসেছিলেন। কাল আমাকে গিয়ে থানাতে ঠিকভাবে অভিযোগ জমা দিতে বলা হয়েছে। আমি সেটাই করব। গত চার-পাঁচ বছর ধরে আমি এমনভাবে নিজের বাড়িতে হেনস্তার শিকার হচ্ছি যে, আমার কাজকর্ম বন্ধ হয়ে গেছে।’

তনুশ্রী যোগ করেন, ‘আমার বাড়ি একবারেই অগোছালো হয়ে পড়ে রয়েছে। সব কাজ নিজেকেই করতে হচ্ছে। বাড়িতে যাঁরা কাজ করতে এসেছেন, এমনভাবে সব জিনিস চুরি করেছেন যে, আমি আতঙ্কে আছি।’

অভিনেত্রীর ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। অনেকে মনে করছেন, ‘মি-টু’ মুভমেন্টের নিয়ে মুখ খোলায় নতুন করে সমস্যায় পড়েছেন তনুশ্রী। তবে ঠিক কী কারণে তিনি কান্না করছেন এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর