images

বিনোদন

আজ গানের পাখির জন্মদিন

বিনোদন ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ পিএম

বাংলা গানের আকাশের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন। শৈশবেই সুরের ভুবনে পা রাখেন। মাত্র ৭ বছর বয়সে মঞ্চে গান শুরু, ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ ছবির গান দিয়ে চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন। 

প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে শ্রোতাদের উপহার দিয়েছেন দেশাত্মবোধক গান থেকে শুরু করে সিনেমার গান, ধ্রুপদ, লোকসঙ্গীত, আধুনিক বাংলা গান। ছবিতে বারো হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। কাজের স্বীকৃতি স্বরূপ চৌদ্দবার জাতীয় পুরস্কার পেয়েছেন।  

প্রখ্যাত শিল্পী আব্দুল আলীম থেকে শুরু করে একালের উঠতি গায়কদের সঙ্গে সমান তালে গেয়ে চলেছেন। দীর্ঘ জীবনে উপমহাদেশের বরেণ্য সুরকার আর ডি বর্মণের সুরের গান গাওয়ার সুযোগ পেয়েছেন তিনি।  

১৯৮৫ সালে গানের জন্য ভারত থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সংগীতে অসামান্য অবদানের জন্য সাবিনা ইয়াসমিন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ দেশ ও আন্তর্জাতিক অঙ্গন থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভুষিত হয়েছেন।

তিনি ইংল্যান্ড, সুইডেন, নরওয়ে, হংকং, আমেরিকা, বাহরাইন, ভারত, পাকিস্তানসহ পৃথিবীর বহু দেশে বাংলা সংগীত পরিবেশন করেছেন। সবশেষে কানাডা সংগীত সফরের গিয়েছিলেন। 

নিজেকে শুধু সংগীতের মধ্যে আবদ্ধ রাখেননি। বিচরণ ছিল সিনেমাতেও। গাজী মাজহারুল আনোয়ারের ‘উল্কা’ সিনেমায় অভিনয় করেছেন সাবিনা ইয়াসমিন।

আজ ৪ সেপ্টেম্বর গায়িকার ৭১তম জন্মদিন। ১৯৫৪ সালে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন গানের পাখি খ্যাত সাবিনা ইয়াসমিন। 

ইএইচ/