বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। আগামীকাল ৪ সেপ্টেম্বর গায়িকার ৭১তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে দেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘তারকা কথন’।
সাবিনাকে শুভেচ্ছা জানাতে চ্যানেল আই স্টুডিওতে উপস্থিত হয়েছেন সংগীতের দুই গুণী ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী ও কনক চাঁপা। তাঁদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
বিজ্ঞাপন

সাবিনার জন্মদিনে চ্যানেল আইয়ের পর্দায় দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার করা হবে ‘তারকা কথন’। অনুষ্ঠানটি গত ২৬ আগস্ট চ্যানেল আই স্টুডিওতে ধারণ করা হয়।
বিশেষ এই ‘তারকা কথন’-এ উঠে এসেছে সাবিনা ইয়াসমীনের শিল্পী হয়ে ওঠার গল্প, ছেলেবেলার স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, গান তৈরির নেপথ্যের অনেক গল্প। তিনি বলেছেন প্রথম চলচ্চিত্রে প্লে-ব্যাক এবং শিল্পী জীবনে জন্মদিন উদযাপনের নানা ঘটনা।

