বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। ১৯৭৫ সালে কণ্ঠ দিয়েছিলেন ‘হারজিৎ’ ছবির গান ‘যদি আমাকে জানতে সাধ হয়’ । শ্রোতাদের কাছে গানটি এখনও সমাদৃত। এবার গানটি গেয়ে আলোচনায় এসেছেন তানহা। নেটাগরিকদের প্রশংসায় ভাসছেন।
সামাজিকমাধ্যমে ‘তানহা ও মানহা ক্রিয়েশন’ -এর পেজ থেকে হারমোনিয়াম বাজিয়ে জনপ্রিয় এই কণ্ঠটি গাইতে দেখে যায় তরুণ গায়িকা তানহাকে। যা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ‘যদি আমাকে জানতে সাধ হয়’ গানের মুল শিল্পী সাবিনা ইয়ামীন। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সুরকার সত্য সাহা।
বিজ্ঞাপন
১৯৭৫ সালে মুক্তি প্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ‘হারজিৎ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলনে প্রয়াত অভিনেতা জাফর ইকবাল ও ববিতা। সূর্যমুখী কথাচিত্রের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছিলেন মইনুল হোসেন।
ফেসবুক পেজে দেখে যায় বায়োতে লেখা আছে, আমরা গান শিখি এবং গাওয়ার চেষ্টা করি।যারা গান ভালোবাসেন তারা আমাদের পেইজটি ফলো/লাইক দিয়ে পাশে থাকবেন।
ইএইচ/

