images

বিনোদন

নীলাঞ্জনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন যিশু

বিনোদন ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

পারিবারিক কলহের জেরে গত বছর থেকে এক ছাদের নিচে থাকছেন না টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা। দুই মেয়ে সারা-জারাকে নিয়ে এখন ছোট সংসার মডেল ও প্রযোজক নীলাঞ্জনার। আলাদা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছেন। 

বিচ্ছেদের বিষয়ে কখনও টু শব্দটুকু করেননি অভিনেতা। সম্পর্কে ফাঁটল ধরেছে কিনা তা স্পষ্ট করে না বলেও এ বিষয়ে ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, ‘এটা হতেই পারে দুটো মানুষ এক জায়গায় থাকতে পারছে না। একটা জায়গায় আমাদের মতের অমিল, মিল, শ্রদ্ধা, একসঙ্গে থাকা সবটাই একটা পয়েন্টে মনে হতেই পারে ঠিকভাবে হচ্ছে না। তার মানে এই নয় যে, আমি মানুষটার বিরুদ্ধে চলে যাব। আমি বিশ্বাস করি, যদি কোনো সমস্যায় পড়ে আমি ওঁর পাশে থাকব।’ 

jissu-se

সম্প্রতি সাক্ষাৎকারে তিন আরও বলেন, “এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আগেও বলিনি, আজও বলতে চাই না। অনেকের অনেক ধারণা রয়েছে। তবে আমি একটা কথাই বলব, ‘বাইরে থেকে বইয়ের কভার দেখে, বইটার বিচার করতে যাবেন না।” 

কথার সূত্র ধরে অভিনেতা বলেন, ‘বিচ্ছেদ নিয়ে আমি কোনো দিনই মুখ খুলব না। কারণ আমার ব্যক্তিগত কিছু কারণ আছে। তবে কিছু মানুষ অবশ্যই আছেন, যাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছি, যতটা করা যায়। না হলে তো পাগল হয়ে মারা যেতাম। তবে আমি তাঁদেরও বলে দিয়েছি যদি তাঁরা এটা নিয়ে বাইরে কথা বলেন, তাহলে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।’

jishu_d

মাস চারেক আগে যিশুর ইনস্টাগ্রাম থেকে মেয়ে সারাকে আনফলো করলেন। সে সময় অভিনেতার সোশ্যাল অ্যাকাউন্টে সারাকে দেখা যায়। বলে রাখা ভালো,সম্প্রতি যিশু-সৌরভ দাস যৌথভাবে প্রযোজনা সংস্থা খুলেছেন। এছাড়াও ব্যস্ত সময় পার করছেন সিনেমা পরিচালনা এবং অভিনয়ে। 

ইএইচ/