টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তর অভিনয় যেমন প্রশংসিত, তেমনি তার ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা তুঙ্গে। অভিনেতার স্ত্রী নীলাঞ্জনা শর্মার সঙ্গে দাম্পত্য জীবন একবারেই ভালো যাচ্ছে না।
পারিবারিক কলহের জেরে গত বছর থেকে এক ছাদের নিচে থাকেন না যিশু-নীলাঞ্জনা। দুই মেয়ে সারা-জারাকে নিয়ে এখন ছোট সংসার মডেল ও প্রযোজক নীলাঞ্জনার। আলাদা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে আনফলো করে দিয়েছেন। এবার যিশুর ইনস্টাগ্রাম থেকে মেয়ে সারাকেও আনফলো করলেন।
বিজ্ঞাপন
সৃজিত আর আমার সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো: যিশু সেনগুপ্ত
অভিনেতার স্ত্রী নীলাঞ্জনা ও দুই মেয়ের সঙ্গে আগের মতো সম্পর্ক নেই যিশুর। তা অভিনেতার ইনস্টাগ্রাম পাতায় ঢুঁ মারলেই প্রমাণ পাওয়া যায়। ইনস্টাগ্রামে মাত্র ৩৪০ জনকে অনুসরণ করেন । যার মধ্যে শাহরুখ খান থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই আছেন। কিন্তু নেই মেয়ে সারা সেনগুপ্ত এবং স্ত্রী নীলাঞ্জনা।

স্ত্রী নীলাঞ্জনাকে বহু আগে আনফলো করলেও সারা ছিলেন যিশুর ইনস্টাগ্রামে। এবার মেয়েকেও দূরে সরিয়ে দিলেন অভিনেতা। শুধুমাত্র ছোট মেয়ে জারা রয়েছে বাবার ইনস্টাগ্রামে। এদিকে সারাও যিশুকে আনফলো করে দিয়েছেন।
বিজ্ঞাপন
বলে রাখা ভালো, অভিনেতা সঙ্গে জুটি বেঁধে ‘উমা’ ছবিতে অভিনয় করেছিলেন সারা। এরপর আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। মডেলিং করতেই ভালোবাসেন সারা। নিজেকে একজন মডেল হিসাবেই প্রতিষ্ঠিত করতে চান যিশু কন্যা।
অন্যদিকে যিশু-সৌরভ দাসের সঙ্গে যৌথ ভাবে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। সম্প্রতি বছর গুলোতে অভিনেতাকে বলিউড, ঢালিউড এবং দক্ষিণী সিনেমার খলনায়কের চরিত্রে দেখা গেছে। খলচরিত্রে অভিনয় দিয়ে নতুন যিশুকে আবিষ্কার করেছেন অনুরাগীরা।
ইএইচ/

