নায়ক হয়ে টলিউডে এসেছিলেন। খলনায়ক রূপে পর্দা কাঁপিয়েছেন। মন জুড়িয়েছেন চরিত্রাভিনেতা হিসেবে। বলছিলাম যিশু সেনগুপ্তের কথা। এবার পরিচালকের ভূমিকায় অভিনেতা।
নাটক-সিনেমা নয়, একটি মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বে যিশু। পূজা উপলক্ষে করা হয়েছে ‘দুগ্গা মা এসেছে’নামের একটি গান। কথা লিখেছেন প্রসূন। এতে অভিনয় করেছেন দর্শনা বনিক।
বিজ্ঞাপন

সম্প্রতি মিউজিক ভিডিওর শুটিংয়ের দৃশ্য প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে ক্যামেরার পেছনে নির্দেশনায় ব্যস্ত দেখা গেছে যিশুকে। সৌরভ দাসের প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস’র প্রযোজনায় এরইমধ্যে শেষ হয়েছে মিউজিক ভিডিওর শুটিং।
যিশুর কথায়, “পূজা আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে। ভিডিওর মাধ্যেমে সে রকম একটা গল্প বলতে চেয়েছি।”

বিজ্ঞাপন
অন্যদিকে ভিডিওর নায়িকা দর্শনার সঙ্গে এদেশের মানুষ বেশ পরিচিত। কেননা শাকিব খানের সঙ্গে অন্তরাত্মা সিনেমায় স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। গেল রোজার ঈদে মুক্তি পায় সিনেমাটি।

