images

বিনোদন

দেবের সঙ্গে শুভশ্রীর মাখামাখি, রাজকে খোঁচা দিলেন প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক

০৬ আগস্ট ২০২৫, ০৩:৩৪ পিএম

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে পর্দায় ফিরছেন। শুধু পর্দায় ফিরছেন বললেও ভুল হবে। কারণ, গত ১০ বছরে দুইজন কখনও কথাও বলননি। এই দীর্ঘ সময়ের মধ্যে দুই একবার অ্যাওয়ার্ড শো’তে দেখা গেলেও সেখানে কথা বলতে দেখা যায়নি। পর্দায় তাঁদের উপস্থিতি না থাকলেও অনুরাগীদের মনে বেঁচে ছিল এই জুটি। অবশেষে ভক্তদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে যাচ্ছে। 

দশ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন এ জুটি। তবে এটি সাম্প্রতিক কোনো ছবি না। দশ বছর আগের ‘ধূমকেতু’ছবি মুক্তি পাচ্ছে চলতি মাসের ১৪ তারিখে। যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অনেকেই মনে করছেন এই ছবির কারণে টলিউডের আলোচিত জুটিকে আবারও একসঙ্গে দেখার সুযোগ হচ্ছে। তাছাড়া অন্য কোনো পথ খোলা ছিল যেটা তাঁদেরকে এক করতে পারে। 

dev_new

দুইজনের বিচ্ছেদের পর সিনেমা তো দূরের কথা। কখনও মুখমুখি দাঁড়িয়ে কথা পর্যন্ত বলেননি। এমনকি একজন অন্যজনকে সোশ্যাল মিডিয়ায় আনফ্লো করে দিয়েছেন। 

গত ৪ আগস্ট ‘ধূমকেতু’ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল। তাঁদের আগমন উপলক্ষে হলরুমে তিল ধারণের ঠাঁই ছিল না। পূর্ব ঘোষিত সময়ে মঞ্চে এসে দাঁড়ান দেব-শুভশ্রী। 

৯ বছর পর পাশাপাশি এসে দাঁড়ালেন দেব-শুভশ্রী। দুজনের পোশাকের রঙের মিল। হাত বাড়ালেন দুজনে-দুজনের দিকে। ৯ বছর পর মুখমুখি কথা হলো। তখন দর্শকদের মনে ঝড় বয়ে গেল। ফের নস্ট্যালজিয়া উসকে দেবে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির জুটি। সাথে সাথে দুইজনের নামে স্লোগান দিতে থাকেন উপস্থিত দর্শকরা। 

দেবের পাশে দাঁড়িয়ে শুভশ্রী বলে উঠলেন, ”আমার সঙ্গে বন্ধুত্ব করবে!” শুভশ্রীর মুখে একথা শুনে দেব বললেন ‘কেন?’ শুভশ্রী বললেন ‘এমনি!’ নজরুল মঞ্চ জুড়ে তখন চিলচিৎকার। 

Dev

তার কিছুক্ষণ পরেই দেব বলে উঠলেন, আমি ওর সাক্ষাৎকার দেখছিলাম, ওর হাসিটা মিস করেছি। বললাম একটু হাসো!” দেব-শুভশ্রীর এই সংলাপ উপস্থিত দর্শকদের কৌতূহল আরও তীব্র করে। তখন শুভশ্রী বলেন, ‘আমি আর দেব এতটা চেষ্টা করিনি এই জুটিটাকে বাঁচিয়ে রাখার। কিন্তু দর্শকরা, তাঁদের ভালবাসায়, অনুভূতিতে, কান্নায়, আনন্দে আমাদের জুটিকে বাঁচিয়ে রেখেছিল। তাই দর্শকদের সবার আগে ধন্যবাদ বলতে চাই।’ 

তাঁদের সংলাপ শেষ হতেই সঞ্চালক বলে উঠলেন, ‘আচ্ছা, তাহলে এখান থেকেই এসেছে 'এমনি' ব্যাপারটা?’। দেবের সঙ্গে সঙ্গে উত্তর, ‘না এটা এখান থেকে আসেনি।’ তারপরই বর্তমানে ফিরে আসার চেষ্টায় দেবের ছোট্ট একটা কথা, ‘আমাকে বাড়িতেও ফিরতে হবে।’ তা শুনেই হাসির রোল পড়ে যায় পুরো হল রুমে। 

তবে কথা দিয়ে দর্শকদের মন ভরিয়ে খান্ত হননি। নিজেদের সিনেমার জনপ্রিয় একগুচ্ছ গানগুলোরে সঙ্গে পারফর্ম করেন দেব-শুভশ্রী।

dev_f 

অনুষ্ঠানে দেব-শুভশ্রী বিভিন্ন গল্পে মাতিয়েছেন দর্শকদের। তবে ভক্তদের কৌতূহল ছিল আরেক জায়গায়—এই অনুষ্ঠানে শুভশ্রীর স্বামী ও নির্মাতা রাজ চক্রবর্তী কেন ছিলেন না?

এই প্রশ্নের উত্তরে ভারতীয় গণমাধ্যমকে রাজ বলেন, ‘অনেক মিটিং আর কাজ ছিল। তাছাড়া, আমি তো এই ছবির সঙ্গে যুক্ত নই, একটা তৃতীয় পক্ষ। এটা তো আমার বিয়ে নয় যে আমাকে থাকতে হবে। শুভশ্রী ও দেব দুইজনেই পেশাগত কারণে খুব ব্যস্ত। তাই কে কোথায় যাচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে কোনো জটিলতা নেই।’

এরপর রাজ যোগ করেন,‘দেবের প্রাক্তন বান্ধবী এখন আমার স্ত্রী। প্রত্যেক মানুষেরই একটা অতীত থাকে। আপনার জীবনেও হয়তো আছে। সেটা নিয়ে বারবার কথা বললে কি ভালো লাগে? প্রাক্তন নিয়ে কথা বলা কোনো অপরাধ নয়। বরং সেখানে অনেক স্মৃতি, ইতিবাচকতা থাকে। সেই অতীতই হয়তো এই অনুষ্ঠানে নতুন মাত্রা এনেছে। আমি একে সম্মান করি, ঈর্ষা করি না।’

রাজের মতে, দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনটা বড় বিষয়। অতীতের নয়, সিনেমার সফলতা কামনা করেছেন তিনি।  

devdd-ezgif.com-webp-to-jpg-converter

এদিক সিনেমাটির ট্রেলার উন্মোচনের সন্ধ্যার পর থেকে রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর একটা পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। প্রাক্তন স্বামী রাজকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেছেন শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো! আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

শতাব্দী আরও লেখেন, ‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা—আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’

রাজ যখন টলিউডে কাজ করতে শুরু করেন, তখন শতাব্দী তাঁর পাশে ছিলেন। এরপর শতাব্দীর সঙ্গে রাজের বিচ্ছেদ হয়। সেটা অবশ্য শুভশ্রীর জন্য নয়। টলিউডের দুই নামি নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রাজ। সেই সময়ে বিচ্ছেদের ঘণ্টা বেজে গিয়েছিল।

পরবর্তীকালে শুভশ্রীর সঙ্গে বিয়ে হয় রাজের। তাই শতাব্দী কোনো নাম উল্লেখ না করলেও, তার নিশানা রাজের দিকেই।

ইএইচ/