শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর সম্পর্ক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর সম্পর্ক
দেব ও শুভশ্রী । ছবি: ঢাকা মেইল

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন— ‘বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়’। টলিউড তারকা দেব-শুভশ্রীর ভালোবাসার গল্পটা তেমনই। সিনেমায় অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন তারা। প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন। কিন্তু সেই বন্ধন বেশিদিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন। কাটা ঘুড়ি আর নাটাইয়ের মতো দুজন আলাদা হয়ে যান।

‘চ্যালেঞ্জ’ ছবিতে অভিনয়ের সময় দেবালয়ে প্রবেশ করেন শুভশ্রী। বক্স অফিসে ছবিটি তুমুল হিট হয়। সেই সঙ্গে তাদের প্রেমও গভীর হয়। এরপর জুটি বেঁধে একের পর এক ছবিতে অভিনয় করেন তিনি। সবগুলো ছবি ছিল ব্যবসাসফল।


বিজ্ঞাপন


Dev Subhasree
একসঙ্গে অভিনয়ের সূত্র ধরেই সম্পর্কে জড়ান দেব-শুভশ্রী । ছবি: সংগৃহীত

দুজনে চুটিয়ে প্রেম করলেও প্রকাশ্যে কখনও স্বীকার করতেন না। গণমাধ্যমকর্মীরা যতবার তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন, ততবার তারা বিনয়ের সঙ্গে এড়িয়ে গিয়েছেন। নিজেদের সম্পর্ককে ‘জাস্ট ফ্রেন্ড’ বলেই পরিচয় করিয়ে দিয়েছেন।

Raaj Subhasree
রাজ ও শুভশ্রী । ছবি: ফেসবুক

তবে সম্পর্কে ফাটল ধরার পর প্রেমের কথা স্বীকার করেন দেব-শুভশ্রী। কিন্তু বিচ্ছেদের কারণ জানাননি। রেখেছেন রহস্যাবৃত। সেই রহস্য এত বছর পরও উন্মোচিত হয়নি।


বিজ্ঞাপন


যদিও ধারণা করা হয়, তাদের সম্পর্কের মাঝে তৃতীয় কেউ চলে এসেছিল। সেখান থেকে অবিশ্বাসের জন্ম নেয়। ফলে ভেঙে যায় সম্পর্ক।

দেবের সঙ্গে সম্পর্কের ইতি টেনে পরিচালক রাজ চক্রবর্তীকে মন দিয়েছিলেন শুভশ্রী। কয়েক বছর প্রেমের পর ২০০৭ সালে তাকে বিয়ে করেন তিনি। ২০২০ সালে জন্ম দেন পুত্রসন্তানের। এখন স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঁকি মারলে তেমনটাই আন্দাজ করা যায়।

Dev Rukmini
দেব ও রুক্মিনী । ছবি: ফেসবুক

অন্যদিকে দেব বিয়ে করেননি। কিন্তু শুভশ্রীর জায়গায় দেবালয়ের বাসিন্দা হয়েছেন রুক্মিনী মৈত্র। বিয়ে না করলেও ভালোবাসার শহরে হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছেন তারা। হয়ত শিগগিরই সেই শহরে বাজবে বিয়ের সানাই।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর