রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠোঁটের কোলাজ, ভাঙাল লাজ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

ঠোঁটের কোলাজ, ভাঙাল লাজ

অভিনয়ের সূত্র ধরে একে অপরের কাছে এসেছিলেন দেব-শুভশ্রী। প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলেন তারা। কিন্তু সেই বন্ধন বেশিদিন স্থায়ী হয়নি। মাঝপথে হয় ছন্দপতন। কাটা ঘুড়ি আর নাটাইয়ের মতো দুজন আলাদা হয়ে যান।

দেবের সঙ্গে সম্পর্কের ইতি টেনে পরিচালক রাজ চক্রবর্তীকে মন দিয়েছিলেন শুভশ্রী। কয়েক বছর প্রেমের পর ২০০৭ সালে তাকে বিয়ে করেন তিনি। ২০২০ সালে জন্ম দেন পুত্রসন্তানের। এখন স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঁকি মারলে তেমনটাই আন্দাজ করা যায়।


বিজ্ঞাপন


Raj

এদিকে ২১ ফেব্রুয়ারি ছিল রাজের জন্মদিন। এ দিন নানা আয়োজনের মাধ্যমে স্বামীর জন্মদিন পালন করেন শুভশ্রী। বিশেষ দিনে ভালোবাসার মানুষ এক বিশেষ উপহার দিয়েছেন এ নায়িকা, যা সামাজিক মাধ্যমে হইচই ফেলে দেয়।

আরও পড়ুন
কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর সম্পর্ক
শুভশ্রী নাকি অন্য কেউ!

জন্মদিন উদযাপনের কয়েকটি ছবি প্রকাশ করেন শুভশ্রী। সেসবের মধ্যে একটি ছবি সবার নজর কাড়ে। দেখা যাচ্ছে, টলিউডের এই পাওয়ার কাপল ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে মত্ত। কামনার অফুরন্ত আহ্বান তাদের চোখে-মুখে। তবে ঠিকই সব সামলে নেন তারা।


বিজ্ঞাপন


Raj

ছবিগুলোর মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। তবে ছিল না তেমন নেতিবাচক মন্তব্য। বেশিরভাগই এমন সুন্দর দৃশ্যে মুগ্ধ হয়েছেন। তাদের সুখি দাম্পত্য জীবন আশা করছেন।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর