images

বিনোদন

মঞ্চে প্যান্ট খোলার উপক্রম অমিত কুমারের

বিনোদন ডেস্ক

০১ আগস্ট ২০২৫, ০৬:০৭ পিএম

মঞ্চে গান গাইতে উঠে আকস্মিক পরিস্থিতির মুখোমুখি হলেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী অমিত কুমার। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) কলকাতায় নজরুল মঞ্চে গানের আগে সম্মাননা গ্রহণের মুহূর্তে পোশাক নিয়ে বিড়ম্বনার শিকার হন তিনি। 

দীর্ঘদিন পর কিশোর পুত্র কলকাতাতে পারফর্ম করতে আসায় তাঁকে সম্মাননা দেয় অনুষ্ঠান আয়োজকরা। যখন সম্মাননা স্মারক তাঁর হাতে তুলে দেওয়া হবে, তখন স্মারক গ্রহণ করবে কী বারবার প্যান্ট ওপরে টানতেই ব্যস্ত হয়ে পড়েন অমিত কুমার। কোমরে বেল্ট না থাকায় জিনসের প্যান্ট ক্রমশ নীচে নামতে থাকে, ততক্ষণে হলের মধ্যে হাসির রোল পড়ে যায়। 

amit_kumar

নজরুল মঞ্চের হাউসফুল দর্শকরা ততক্ষণে বলতে শুরু করেছে ‘অমিতদা আমাদের কোমর থেকে বেল্ট খুলে আপনাকে প্রাণে বাঁচাব না কি?’ তখনও প্যান্ট ওপরের দিকে টেনে চলেছেন। বারবার চেষ্টা করছেন প্যান্ট ঠিক করতে তবুও প্যান্ট কোমরে আটকাচ্ছে না।  

বিপদ আসন্ন দেখে শেষ পর্যন্ত আয়োজকদের বলেন একটা বেল্টের ব্যবস্তা করে দিতে। কিছুক্ষণ পরেই বেল্ট চলে আসে তারজন্য। যেন প্রাণ ফিরে পান অমিত কুমার। সঙ্গে সঙ্গে গ্রিনরুমেরর ভেতরে চলে যান। কোমরে বেল্ট আটকে আবারও মঞ্চে উঠলেন। দর্শকরা তখন হাসতে থাকলে, সবাইকে মিষ্টি করে ধমকে দেন তিনি। তারপর কিশোর কুমার ও আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক জনপ্রিয় গান দিয়ে হল মাতিয়ে তোলেন অমিত কুমার।  

ইএইচ/