বছর দুই আগে গুঞ্জন উঠেছিল ভারতের প্রখ্যাত সংগীত শিল্পী কিশোর কুমারকে নিয়ে বায়োপিক তৈরি হচ্ছে। তবে ছবিটি নির্মাণের ঘোষণায় আটকে আছে, শুটিং শুরু করতে পারেননি চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অনেকেই ধারণা করেন কিংবদন্তি গায়কের পরিবারের অনাগ্রহের কারণে বন্ধ হয়ে যায় কিশোর কুমারের বায়োপিক নির্মাণ।
তবে এ ছবির পরিচালক অনুরাগ বসু বলছেন ভিন্ন কথা। সম্প্রতি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কিশোর কুমারের বায়োপিকের কাজ বন্ধ হওয়ার কারণ জানিয়েছেন তিনি। অনুরাগের কথায়, ‘রণবীরের কাছে তখন দুইটি অপশন। আর সেই দুটোর মধ্যে কোনো একটা বেছে নেওয়া ওঁর পক্ষে মারাত্মক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হয় কিশোর কুমারের বায়োপিক, নয়তো নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’।
বিজ্ঞাপন
কথার সুত্র ধরে তিনি আরও বলেন, ‘কোন ছবিটির কাজ শুরু করবে, সেটা ভাবতে গিয়ে বেগ পেতে হয় রণবীরকে। তবে এই দুইটি ছবির মধ্যে রণবীর রামায়ণকেই বেছে নেয়। আমার মনে হয়, সেদিন সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।’
এর আগে কিশোরপুত্র অমিত কুমারকে কিছুটা আপত্তির সুর তুলেছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘বাবার বায়োপিক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। তাই সেই চেষ্টাই করা উচিত নয়। বাবার মতো কেউ অভিনয় করতে পারবেন না। এমনকী কেউ তাঁর মতো হতেও পারবেন না।’
২০১৭ সালে ‘জগ্গা জাসুস’ ছবিতে শেষবার রণবীর কাপুরের সঙ্গে কাজ করেন অনুরাগ। পরে এ পরিচালকের কোনো ছবিতে দেখা যায়নি অভিনেতাকে। এপ্রসঙ্গে অনুরাগ বলেন, ‘আমরা দুইজনেই চেষ্টা করেছিলাম আবার একসঙ্গে কাজ করার। কিন্তু হয়ে উঠল না। তাছাড়া রণবীরের হাতে এখন অনেক কাজ। সে পর পর অনেকগুলো সিনেমা করছে।’
ইএইচ/

