শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কিশোর কুমার কে— রণবীরকে প্রশ্ন আলিয়ার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৮ এএম

শেয়ার করুন:

কিশোর কুমার কে — রণবীরকে আলিয়ার প্রশ্ন 

আলিয়া ভাটের অভিনয় ও সৌন্দর্য নিয়ে দুই কথা বলার না থাকলেও তার সাধারণ জ্ঞান নিয়ে অনেকেই সন্দিহান। এবার স্বামী রণবীর কাপুরের কথায় তা আবার প্রমাণিত। সম্প্রতি ছোট কাপুর জানিয়েছেন কিশোর কুমারকে চিনতেন না আলিয়া।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোয়ার চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে নিজের দাদা রাজ কাপুরের জন্মশতবর্ষ ও ভারতীয় সিনেমায় তার অবদান নিয়ে কথা বলতে গিয়ে আলিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন।

alia-cover-20220222105610

তিনি বলেন, “এমন অনেক মানুষ রয়েছেন যারা তার (রাজ কাপুরের) কাজ দেখেননি। যেমন আমার সঙ্গে যখন আলিয়ার প্রথম দেখা হয়েছিল ও আমায় প্রশ্ন করেছিল, ‘কিশোর কুমার কে?'” 

উপস্থিত দর্শকরা একথা শুনে আশ্চর্য হয়ে যান। তাদের অবস্থা দেখে রণবীরও হেসে ফেলেন। এরপরই আবার বলেন, “এটাই তো জীবনের বৃত্ত। শিল্পীরা বিস্মৃতির অতলে চলে যায়, আবার নতুন শিল্পীরা চলে আসেন। আমাদের শেকড় কোথায় সেটা মনে রাখা খুব জরুরি।”

images_(28)

এর আগে করণ জোহরের শোয়ে ভারতের রাষ্ট্রপতির নাম ভুল বলেছিলেন আলিয়া। শুধু তাই নয় প্রণব মুখোপাধ্যায়ের বদলে পৃথ্বীরাজ চৌহানের নাম বলেছিলেন তিনি। তা নিয়েও বেশ হইচই পড়ে গিয়েছিল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর