images

বিনোদন

রায়হান রাফীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তমা মির্জা 

বিনোদন ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ১১:৫১ এএম

ঢালিউড অভিনেত্রী তমা মির্জা ২০১৯ সালে কানাডা প্রবাসী ব্যবসায়ী হিশাম চিশতীকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরইমধ্যে কেটে গেছে চারটি বছর। নতুন করে আর বিয়ে করেননি অভিনেত্রী। সম্প্রতি গুঞ্জন উঠেছিল চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফীর সঙ্গে গোপনে প্রেম করছেন তমা। তবে সম্পর্কের কথা অস্বীকার করেন নির্মাতা নিজেই। 

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও কাজের ব্যস্ততা নিয়ে খোলমেলা কথা বলেন তমা। রাফীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কথা উঠতেই অভিনত্রী বলেন, “সুড়ঙ্গ”-এর পর রায়হান রাফীর সঙ্গে বড় পর্দায় আমার আর কোনো কাজ হয়নি। ওটিটিতে একটি কাজ হয়েছে, তবে বর্তমানে আমাদের একসঙ্গে কাজের সম্ভাবনা আছে বলে মনে হয় না।’

Tama_miraza_gg

এরপর তিনি আরও বলেন, ‘অবশ্যই রাফী একজন ভালো পরিচালক। আমাদের কাজগুলো দর্শকের কাছে জনপ্রিয় হয়েছে, প্রশংসিত হয়েছে। এমনকি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। এসব কারণেই হয়তো বলা হয়েছে, রাফী-তমা অফ স্ক্রিনেও একটি সফল জুটি। আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই।’ 

গেল ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তমা মির্জা অভিনীত ‘দাগি’ সিনেমা। এ ছবি দেশ ও দেশের বাইরে বেশ ভালোই ব্যবসা করেছিল। এরপর আর নতুন কাজের ঘোষণা দেননি অভিনেত্রী। যা নিয়ে নানা প্রশ্নের ডালপালা মেলছে অনুরাগীদের মনে। কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আসলে এখনই কিছু বলতে চাই না। একাধিক ছবির বিষয়ে কথা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকদের সঙ্গে একাধিকবার আলাপ হয়েছে। কোন ছবির কাজ আগে শুরু করব, এখনো চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলতে পারি, যা হবে, হয়তো দারুণ কিছুই হবে।’ 

ইএইচ/