মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

গর্ব করে বলা যায় আমাদের একজন তমা মির্জা আছেন, বলছেন নেটিজেনরা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মধ্যরাতে যে মানুষগুলোকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়, যারা আর ফেরে না— তাদের আমলনামা লিখেছেন নির্মাতা রায়হান রাফী। ১৩ মার্চ প্রকাশ পেয়েছে ‘আমলনামা’নামের এ ওয়েবফিল্ম।

সত্য ঘটনার ওপর নির্মিত এ ওয়েবফিল্মটি লুফে নিয়েছেন দর্শক। বিষয়টি লক্ষ্যণীয় সামাজিক মাধ্যমে। নেটিজেনরা ফেসবুকে বিনোদন বিষয়ক গ্রুপ ও পেজগুলোতে প্রশংসা করছেন ‘আমলনামা’র। 


বিজ্ঞাপন


tama_20250309_145951501

তবে ‘আমলনামা’য় বিশেষভাবে নজর কেড়েছেন তমা মির্জা। ওয়েব ফিল্মটিতে পারভীন চরিত্রে অভিনয় করেছেন তিনি। হারিয়ে যাওয়া স্বামীর জন্য পারভীনরূপী তমার ছোটাছুটি খুব জীবন্ত ছিল। যা মন ছুঁয়েছে দর্শকের।

তমাকে নিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘ওয়েবফিল্মের অন্যরকমের একটা চরিত্রের সাথে দারুণভাবে তাল মিলিয়ে তমা মির্জা অভিনয়টা এতটাই সুন্দর করেছেন যে তার প্রশংসাটা তো আলাদাভাবে করতেই হয়।’ 

অন্য একজন লিখেছেন, ‘অসাধারণ অভিনয় দক্ষতা দেখিয়েছেন তমা। প্রতিটা দৃশ্যে দুর্দান্ত। কান্না করা, বিধ্বস্ত চোখে তাকিয়ে থাকা, উদ্বিগ্ন সবকিছুই দারুণ।’


বিজ্ঞাপন


mirzaa

এক নেটাগরিক তমার অভিনয়ে আপ্লুত। তার কথায়, ‘গর্ব করে বলা যায় আমাদের একজন তমা মি র্জা আছে। গোটা তমা মির্জাই যেন অভিনয়। গতকাল মুক্তি পাওয়া ওটিটি কন্টেন্ট 'আমলনামা'য় তমা দেখালেন তার ন্যাচারাল অভিনয়ের পুরোটা।’

ওটিটি মাধ্যম চরকিতে দেখা যাচ্ছে ‘আমলনামা’। রাফীর পরিচালনায় তমা ছাড়াও এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তমা মির্জা, কামরুজ্জামান কামু, সারিকা সাবরিন, গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু প্রমুখ। 

এদিকে রোজার ঈদে মুক্তি পাচ্ছে তমা অভিনীত সিনেমা ‘দাগি’। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। ছবিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এরইমধ্যে ছবির পোস্টার ও টিজার দর্শকের মন ভরিয়েছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন