রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

রাফীর সাথে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন তমা মির্জা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

ছবি: সংগৃহিত
তমা মির্জা ও রায়হান রাফী

নির্মাতা রায়হান রাফীর সঙ্গে অভিনেত্রী তমা মির্জার প্রেমের গুঞ্জন অনেক দিনের। মাঝে ডানা ছিল বিচ্ছেদের গুঞ্জন। সেসব ছাপিয়ে এবার চাউর হয়েছে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার পেতেছেন।

৩ মার্চ ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেছেন পরিচালক-নায়িকা। সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ বিরাজ করছিল। সেসব ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।


বিজ্ঞাপন


rafi_2

বিষয়টি দৃষ্টি এড়ায়নি জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার। প্রেমের সম্পর্কের কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর মুখ খুলেছেন তমা মির্জা।

তমা-রাফীর বিয়ের গুঞ্জন, জন্মদিনের আয়োজন দিল উসকে

প্রেম ও বিয়ের খবরকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছেন তমা মির্জা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি সকল গণমাধ্যমকে এ ধরনের বিভ্রান্তিকর ও অহেতুক গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’


বিজ্ঞাপন


Rafi

তিনি আরও বলেন, ‘একজন শিল্পী হিসেবে কাজ নিয়েই আমার যত ভাবনা এবং আমি আমার আগামীর সব কাজের প্রতি সবচেয়ে বেশি নিবেদিত। যাঁরা দায়িত্বশীল ও সততার সঙ্গে সংবাদ প্রকাশ করেন, তাঁদের প্রতি আমার সম্মান সব সময় এবং তাঁদের পেশাদারত্ব প্রশংসার দাবিদার।’

রাফীর সঙ্গে বিয়ের গুঞ্জন ছড়াতেই ফেসবুকে যা লিখলেন তমা 

রায়হান রাফীর পরিচালনায় প্রথমবার তমা মির্জাকে দেখা গিয়েছিল ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে। এরপর অভিনয় করেন ‘৭ নম্বর ফ্লোর’। সবশেষ রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’  সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তমার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। 

ইএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর