বিনোদন ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
জনপ্রিয়তা ও অনুরাগী কোনোটাই কম নেই প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু অভাব ছিল মানুষের। বি-টাউনে অসংখ্য পরিচিতজন থাকলেও ছিল না কোনো কাছের মানুষ যাকে মধ্যরাতে মনের কথা বলতে পারবেন নায়িকা।
তিনি বলেন, “বলিউডে আমার তখন পরিচিত মানুষের সংখ্যা লক্ষ লক্ষ। কিন্তু তাদের মধ্যে একটিও বন্ধু ছিল না। এমন কেউ ছিল না, যাকে মধ্যরাতে ফোন করা যায় এবং যার কাছে নিজের মন খুলে কথা বলা যায়।”

২০০৫ সালে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন দেশি গার্ল। সেসময় অভিনেত্রীর বাবা অশোক চোপড়ার যকৃৎ ক্যানসারের চিকিৎসা চলছিল।
ওই সময়টা বেশ ভালো যাচ্ছিল প্রিয়াঙ্কার। অভিষেক বচ্চনের সঙ্গে তার ‘ব্লাফমাস্টার’ ছবি প্রশংসিত হয়েছিল। শাহরুখ খান, অক্ষয় কুমার ও হৃতিক রোশনের সঙ্গে পর পর ছবি করেছেন। সাফল্য পেলেও পাননি কোনো ভালো বন্ধু।

তবে আজকাল যেন সব পেয়েছেন অভিনেত্রী। বয়সে ব্যবধান থাকলেও নিক জোনাসের সঙ্গে নেই মানসিক দূরত্ব। স্বামীর সঙ্গে বন্ধুত্বটা দারুণ তার। সামাজিক মাধ্যমে বিভিন্ন মুহূর্তের ছবি ভা ভিডিও থেকেই তা বোঝা যায়।