ভারতের অস্কার জয়ী সুরকার এ আর রহমানের সঙ্গে স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের খবরে বিস্মিত হয়েছিলেন ভক্ত ও অনুরাগীদের। গত বছরের শেষ দিকে দীর্ঘ ২৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই জুটি। দুইজনের সিদ্ধান্তে বিচ্ছেদের পথ বেছে নেন। বিচ্ছেদের ঘোষণা দেওয়ার প্রায় চার মাস পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এ আর রহমান।
বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন সামলেও সফল রহমান-সায়রার ছোট মেয়ে রহিমা রহমান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সুইৎজ়ারল্যান্ড থেকে স্নাতক শেষ করেছেন রহিমা রহমান। মেয়ের সাফল্যের খবর নিজেই জানিয়েছেন অস্কার জয়ী সুরকার।

আজ রোববার (২৭ জুলাই) সামাজিকমাধ্যমে মেয়ের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন এআর রহমান। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ছোট রাজকন্যা গ্লিয়ন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে আতিথেয়তা, উদ্যোগ এবং উদ্ভাবনের লক্ষ্য নিয়ে স্নাতক হয়েছেন।”
মেয়ের সাফল্যে রহমান যে কতটা খুশি তা প্রকাশ করেছেন তিনটি হ্যশট্যাগে। সেখানে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে নিজেকে এক গর্বিত পিতা হিসাবে উল্লেখ করেছেন।
এই মুহূর্তে এআর রহমান রয়েছে উত্তর আমেরিকা। আমেরিকা-কানাডা সফর শেষে তিনি যাবেন ব্রিটেন। জানা গেছে নভেম্বরে তিনি ভারতে ফিরবেন।
ইএইচ/

