বড় পর্দায় তারকাদের রোমান্স দেখে করতালিতে মুখর হয়ে ওঠে সিনেমা হল। যে দৃশ্য পর্দায় দেখা যায় তা কাল্পনিক হলেও পর্দার আড়ালে ঘটে বাস্তাব ঘটনা। যেগুলো কখনোই পর্দায় আসে না। এই যেমন ১৯৯৩ সালে শুটিং ফ্লোরে বলিউডের জনপ্রিয় অভিনেতা তাঁর সহ-অভিনেত্রীর পোশাক খুলে দিয়েছিলেন। এ ঘটনা বলিউড পাড়ায় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।
তাহলে ঘটনাটি খুলে বলা যাক, ১৯৯৩ সালের ‘পরম্পরা’ ছবির একটি দৃশ্যে নায়িকার ব্লাউজ খুলে দিয়েছিলেন অভিনেতা। ওই ছবির নায়ক ছিলেন বিনোদ খান্না। তাঁর বিপরীতে ছিলেন রাজমাতা খ্যাত রম্যা কৃষ্ণন। ৭০ ও ৮০-এর দশকে অভিনয়ের পাশাপাশি পর্দায় সাহসী দৃশ্যে অভিনয়ের জন্যও ব্যাপক পরিচিত ছিলেন বিনোদ খান্না। তবে অন্তরঙ্গ দৃশ্যগুলো শুধু পেশাগত দিক থেকেই নয়, তাঁর ব্যক্তিগত জীবনেও টালমাটাল পরিস্থিতি তৈরি করে।

‘পরম্পরা’ ছবি বক্স অফিসে সাড়া না ফেলতে পারলেও ‘তু শাওন ম্যায় প্যায়াস পিয়া’ গানটি তুমুল শোরগোল ফেলে দেয় বলিপাড়ায়। তার অন্যতম কারণ ছিল বিনোদ খান্না এবং রম্যা কৃষ্ণনের অন্তরঙ্গ দৃশ্য। এই গানের একটি দৃশ্যে বিনোদ খান্না রম্যা কৃষ্ণনের ব্লাউজ খুলে দেন। শুধু এখানেই শেষ নয়, হাঁটুর বয়সি সহ-অভিনেত্রীকে চুম্বনও করেন বিনোদ। তবে চুমুর দৃশ্য ওই সিনেমার গল্পে ছিল না। অভিনেত্রীর প্রতি বিনোদ এতটাই আবেগঘন হয়ে পড়েন যার ফলে চুমু দেন।
‘পরম্পরা’ ছবিটি পরিচালনা করেন যশ চোপড়া। অ্যাকশন থ্রিলার জনরার এই সিনেমায় অভিনয় করেন, সুনীল দত্ত, বিনোদ খান্না, অশ্বিনী ভাবে, আমির খান, সইফ আলি খান, রম্যা কৃষ্ণন, নীলম কোঠারি, রবিনা ট্যান্ডন এবং অনুপম খেরের মতো তাবড় তাবড় তারকা। এ ছবির মাধ্যমেই সইফ আলি খান এবং রম্যা কৃষ্ণন বলিউডে পা রাখেন। কিন্তু এত তারকা থাকা সত্ত্বেও, ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়।
ইএইচ/

