images

বিনোদন

৪০ বছর পূর্তি, কানাডা যাচ্ছে ‘ওয়ারফেজ’

বিনোদন ডেস্ক

২৭ জুলাই ২০২৫, ১২:৩৭ পিএম

দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘ওয়ারফেজ’ অস্ট্রেলিয়ার পর এবার কানাডায় যাচ্ছে। সেখানে বসাবাসকারি বাংলা ভাষাভাষীদের সুরের মুর্ছনায় ভাসাতে ব্যান্ডটি। ২০২৪ সালে, ওয়ারফেজ উদযাপন করে তাদের ৪০ বছরের সংগীতজীবন। সেই উদযাপনের অংশ হিসেবে দলটি ঘোষণা দিয়েছিল–শুধু দেশে নয়, বিদেশেও করবে বছরব্যাপী কনসার্ট সফর। 

তারই ধারাবাহিকতায় বিদেশে দ্বিতীয় সফরে কানাডায় যাচ্ছেন ব্যান্ডটি। এই সফরের নাম দেওয়া হয়েছে ‘ওয়ারফেজ কানাডা ট্যুর ২০২৫’। ওয়ারফেজের এই সংগীত সফরের আয়োজন করছে এমএনসি এন্টারটেইনমেন্ট। তাদের ভাষায়, ‘এটি কেবল কনসার্ট নয়; এটি চার দশকের রক ঐতিহ্যের উদযাপন।’

472209549_10163365874085832_6783687422902688392_n

জানা গেছে, ওয়ারফেজ কানাডা ট্যুর শুরুটা হবে ৬ সেপ্টেম্বর, অন্টারিওর লন্ডন শহরে। এরপর একে একে ওয়ারফেজ পৌঁছাবে ভ্যাঙ্কুভার (৭ সেপ্টেম্বর), এডমন্টন (১২ সেপ্টেম্বর), হ্যালিফ্যাক্স (১৪ সেপ্টেম্বর), সেন্ট জনস (১৯ সেপ্টেম্বর), রেজিনা (২০ সেপ্টেম্বর), সাসকাচুয়ান (২১ সেপ্টেম্বর), টরন্টো (২৬ সেপ্টেম্বর), অটোয়া (২৭ সেপ্টেম্বর) এবং আগামী ৩ অক্টোবর উইনিপেগ কনসার্টের মধ্য দিয়ে ওয়ারফেজের সফর শেষ হবে।

‘ওয়ারফেজ’- এর প্রতিষ্ঠাতা সদস্য, ড্রামার শেখ মনিরুল আলম টিপু কানাডা সফর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘গানে গানে ওয়ারফেজ ৪০ বছরের পথ অতিক্রম করে ফেলেছে–এটি ভাবলেই অন্য রকম এক ভালো লাগায় মনটা ছেয়ে যাচ্ছে। এটি একদিক থেকে যেমন আনন্দের, তেমনই বিস্ময়েরও। কেননা, সংগীতের মান ধরে রেখে এতটা পথ পাড়ি দেওয়া মোটেও সহজ নয়। বিশেষ করে যে দেশে ব্যান্ড সংগীতের প্রতিষ্ঠার জন্য এক সময় রীতিমতো সংগ্রাম করতে হয়েছে।’

468987124_1134388428047652_3027048422207564095_n

এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘নিরীক্ষা আর অনবদ্য আয়োজন দিয়ে দেশীয় ব্যান্ডগুলো শ্রোতার মনে জায়গা করে নিয়েছে। ওয়ারফেজ হাতেগোনা সেই কয়েকটি ব্যান্ডের একটি, যারা চার দশকের দীর্ঘ সফর অব্যাহত রাখতে পেরেছে। আমরা কৃতজ্ঞ সেই সব ভক্ত-শ্রোতার কাছে, যাদের ভালোবাসা আমাদের এতটা পথ পাড়ি দেওয়ার প্রেরণা জুগিয়েছে।’ 

চার দশকের পথচলা পেরিয়ে ‘ওয়ারফেজ’ এখন শুধু ব্যান্ড নয়, এক চলমান স্মৃতি। সেই স্মৃতির নতুন অধ্যায় এবার লেখা হবে কানাডার শহরগুলোয়, প্রতিটি গানে, প্রতিটি করতালিতে।

470199620_1144448217041673_5685839760640194872_n

বলে রাখা ভালো, ‘ওয়ারফেজ’-এর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘অবাক ভালোবাসা’, ‘বসে আছি একা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘পূর্ণতা’, ‘মৌনতা’। 

ইএইচ/