শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ওয়ারফেজকে ভিন্ন ধরনের উপহার দিলেন অনুরাগী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২২, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

ওয়ারফেজকে ভিন্ন ধরনের উপহার দিলেন অনুরাগী

প্রিয় তারকা বা ব্যান্ড দল নিয়ে অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু না। এদেশের অন্যতম ব্যান্ড দল ওয়ারফেজ। দেশজুড়ে তাদের অগণিত অনুরাগী রয়েছে। ব্যান্ডটিকে নিয়ে তাদের উন্মাদনাও বেশ লক্ষণীয়। সম্প্রতি এমন উন্মাদনা প্রকাশ করলেন খুলনার লাবনান।

প্রিয় ব্যান্ড দলকে একটি ভিন্ন ধরনের গিটার উপহার দিয়েছেন তিনি। গিটারটি বাংলাদেশের মানচিত্রের আদলে তৈরি করা হয়েছে।


বিজ্ঞাপন


খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে ওয়ারফেজ। তারা একটি ছবি পোস্ট করেছে। ছবিতে পাশাপাশি দাঁড়িয়ে আছেন ব্যান্ডটির প্রধান শেখ মনিরুল আলম টিপু ও লিড গিটারিস্ট ইব্রাহীম আহমেদ কমল। গিটারটি কমলের হাতে দেখা যাচ্ছে।

এমন গিটার উপহার পেয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন টিপু। তবে তা দর্শকের সামনে আনা হবে কি না সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তারা।

warfaze
অনুরাগীর দেওয়া গিটার হাতে কমল । ছবি: ফেসবুক 

তিনি বলেন, ‘গিটারটিতে বাংলাদেশ রয়েছে বলে দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছি। আমরা সাধারণত বিশ্বমানের বাদ্যযন্ত্র ব্যবহার করি। তাই আপাতত গিটারটির গুণগত মান পরীক্ষা করছি। মঞ্চের জন্য এটি কতটুকু উপযুক্ত সেটা পরীক্ষা করতে হবে। তারপর আমরা এটিকে দর্শক শ্রোতাদের সামনে আনব।’


বিজ্ঞাপন


এসময় টিপু আরও বলেন, ‘লাবনানের এই ভালোবসায় আমরা মুগ্ধ। এভাবেই এ দেশে রক জেনারেশন বেড়ে উঠুক।’

খুলনায় লবনানের বাদ্যযন্ত্রের একটি দোকান রয়েছে। বিভিন্ন ধরণের বাদ্যযন্ত্র পাওয়া যায় সেখানে। পাশাপাশি স্থানীয় ব্র্যান্ডের জন্যও বাদ্যযন্ত্র তৈরি করেন তিনি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর