বিনোদন ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১২:০২ পিএম
একটা সময় রূপালী পর্দা দুলে উঠত দেব-শুভশ্রীর রসায়নে। দুজনে এক হয়ে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। পর্দার পেছনেও জমেছিল তাদের রসায়ন। রিয়েল লাইফে বিচ্ছেদের পর রিলেও আর দেখা যায়নি তাদের।
বহুল প্রতীক্ষিত ‘ধূমকেতু’তে ফের দেখা যাবে তাদের। এতে অনেকে আশায় বুক বেঁধেছেন ‘ধূমকেতু’র পর ফের একসঙ্গে দেখতে চাইছেন প্রিয় জুটিকে। শুভশ্রীরও অনীহা নেই। তবে জানিয়েছেন একটি শর্তে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে একটু বিরক্তির সুরেই শুভ বলেন, “আমরা কি একবারও বলেছি? সোশাল মিডিয়াতে তো অনেকে অনেক কথা বলে। সেগুলোতে কান দিয়ে লাভ নেই। আমরা সকলেই পেশাদার অভিনেতা। সকলেই কাজ করতে এসেছি। আমরা প্রত্যেকে নিজেদের কাজের প্রতি নিবেদিত প্রাণ। সৎভাবে নিষ্ঠা সহকারে আমরা আমাদের কাজটা করি।
এ সময় অভিনেত্রী বলেন, যদি কোনো চরিত্র পছন্দ হয়, তাহলে সেক্ষেত্রে দেবের সঙ্গে আবার ছবি করব। চিত্রনাট্য যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই একসঙ্গে কাজ করব। অভিনেত্রী হিসেবে ভালো ভালো কাজ করার জন্য মুখিয়ে থাকি।”

এদিকে প্রাক্তন শুভশ্রীকে নিয়ে দেবের ভাষ্য, “আমরা পরস্পরকে শেষ আট-দশ বছর দেখিইনি। একটা-দুটি অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোয়ে দেখা হয়েছে। যেটায় আমি জানতামই না ওকে অ্যাওয়ার্ড দেব। তবে শুভশ্রী সংসার সামলে দারুণ কাজও করছে।”
শুভশ্রীর-দেব দেড় দশকে দিয়েছেন ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা। ‘ধূমকেতু’তে শেষবারের মতো এক হয়েছিলেন তারা। এটি প্রযোজনা করেছেন রানা সরকার।