শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৯ বছরের অপেক্ষার অবসান, টিজারেই চমক দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’র 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

৯ বছরের অপেক্ষার অবসান, টিজারেই চমক দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’র 

দেব-শুভশ্রীর বহু আকাঙ্ক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। ৯ বছর ধরে মুক্তি আটকে থাকলেও অপেক্ষায় ছিলেন তারা। উন্মুখ হয়েছিলেন এ জুটির অনুরাগীরাও। টিজার মুক্তি পেতেই যেন মিলল প্রমাণ।

আজ সোমবার সামাজিক মাধ্যমে এসেছে ‘ধূমকেতু’র ঝলক। শুরুতেই শোনা যায় দেবের গলা। অভিনেতাকে বলতে শোনা যায়, “গত ৯ বছর ধরে শুধু পালিয়ে বেড়াচ্ছি। কোনো দোষ না করেও মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে। মৃত্যুকে আর ভয় পাই না।”

sree

ঝলক শেষও হয়েছে দেবের কণ্ঠে। শোনা যায়, “সিনেমায় একটা হিরো ভিলেনকে আইন টপকে কুপিয়ে মারলে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন থাকি।”

কৌতূহল জাগানো সংলাপ, প্রায় এক দশক আগের শুভশ্রী ও দেবের রসায়ন দেখে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। সব মিলিয়ে যেন ভিন্ন স্বাদের পূর্বাভাস দিচ্ছে সিনেমাটি। সেইসঙ্গে হু হু করে বাড়ছে ভিউ। 

dev

গেল মার্চে ছবির প্রযোজক রানা সরকার মুক্তির আভাস দিয়েছিলেন। জানিয়েছিলেন ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘ধূমকেতু’। প্রকাশিত প্রথম পোস্টার উসকে দিয়েছিল দর্শকদের। টিজার যেন সে আগুনে ঘগি ঢালল। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর