images

বিনোদন

অমিতাভের ‘ডন’-এর পরিচালক মারা গেছেন

বিনোদন ডেস্ক

২১ জুলাই ২০২৫, ১০:০৬ এএম

বিনোদন অঙ্গনে আবারও শোকের ছায়া। ভারতীয় কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা চন্দ্র বারোট আর নেই। বলিউড ইতিহাসের কালজয়ী অ্যাকশন থ্রিলার ‘ডন’-এর পরিচালক ছিলেন তিনি।  দীর্ঘদিন পালমোনারি ফাইব্রোসিসে ভোগার পর রোববার (২০ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।  

চন্দ্র বারোটের স্ত্রী দীপা বারোট ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘গত সাত বছর ধরে তিনি পালমোনারি ফাইব্রোসিসে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।’

চন্দ্র বারোট পরিচালিত ১৯৭৮ সালের চলচ্চিত্র ‘ডন’, অমিতাভ বচ্চনের দুর্দান্ত অভিনয়ে বলিউডের অন্যতম সেরা ক্লাসিক সিনেমায় পরিণত হয়। সিনেমাটির কাহিনি লিখেছিলেন জনপ্রিয় চিত্রনাট্যকার জুটি সেলিম–জাভেদ। পরবর্তীতে এটি একাধিক ভাষায় রিমেক হয়, যার মধ্যে রয়েছে তেলুগুতে ‘যুগন্ধর’ (১৯৭৯), তামিলে ‘বিলা’ (১৯৮০) এবং মালয়ালমে ‘শোভারাজ’ (১৯৮৬)। ‘ডনকে ধরা কঠিনই নয়, অসম্ভব’—অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবির এই সংলাপ সত্তরের দশকে ভারতের তরুণদের মুখে মুখে ফিরত। 

amitab


সিনেমাটির আধুনিক সংস্করণও তৈরি হয়েছে। চন্দ্র বারোটের ‘ডন’ থেকেই অনুপ্রাণিত হয়ে নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ২০০৬ সালে শাহরুখ খানকে নিয়ে নির্মাণ করেন ‘ডন’-এর রিমেক, যা দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পায়। ২০১১ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি এবং বর্তমানে তৃতীয় কিস্তি ‘ডন ৩’ তৈরির কাজ চলছে। 

১৯৩৯ সালে তানজানিয়ায় জন্মগ্রহণ করেন চন্দ্র বারোট। ১৯৬৭ সালে তিনি পরিবারসহ ভারতে চলে আসেন। বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেন মনোজ কুমারের সহকারী পরিচালক হিসেবে। 

ইএইচ/