বিনোদন ডেস্ক
২০ জুলাই ২০২৫, ০২:৩১ পিএম
সারেগামাপা খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। গত মে মাসে ইডেন কলেজের ছাত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন তিনি। মামলার নিষ্পত্তি হয় অভিযোগকারী নারীর সঙ্গে বিয়ের মাধ্যমে। সেই রেশ কাটতে না কাটতে এবার মদ্যপ অবস্থায় উবারচালককে মারধর করলেন তিনি। সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল নেটদুনিয়ায়। এ ঘটনাকে ঘিরে সামাজিকমাধ্যমের পাতায় সমালোচনার ঝড় বইছে।
শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মদ্যপ অবস্থায় একটি বাড়ির সামনে প্রাইভেটকার চালককে মারধরে করছেন নোবেল। এ সময় গায়কের পরনে ছিল সাদা টি-শার্ট এবং জিন্স প্যান্ট। চালকে মারার সময় গায়কের পায়ে কোনো জুত ছিল না।

ভিডিওটি ভাইরাল হলে গায়কের সমালোচনা করে নেটিজেনদের একজন লিখেছেন, ‘সে আর ভালো হইলো না।’ আর একজন লিখেছেন, ‘মাতাল কে পাবনা পাঠিয়ে দিতে হবে।’ অন্য একজন লিখেছেন,‘সবসময় প্রকাশ্যে মদপান করে। প্রশাসন ওঁরে ছেড়ে দেয় কেন?’
এদিকে চালককে মারধরের অভিযোগে রাজধানীর কল্যাণপুর থেকে নোবেলকে আটক করে পুলিশ। শনিবার মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিরপুর মডেল থানা নিয়ে যায় পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান।

এ প্রসঙ্গে রোববার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা স্থালে জনগণের বিরক্তির কারণ হয়েছিলেন। ফলে সেখানকার টহলরত পুলিশ দুই পক্ষকে থানায় নিয়ে আসে। কিন্তু কোনো পক্ষের লিখিত অভিযোগ না থাকায় তারা নিজেদের মধ্যে সমঝোতা করে ফেলে।
এর আগে, বছর দুই আগে মদ্যপ অবস্থায় মঞ্চে গান গাইতে উঠে বিতর্কের জন্ম দিয়েছিলেন নোবেল। সে সময় নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছিলেন। তারপর দীর্ঘদিন আর মঞ্চে দেখা যায়নি। হঠাৎ একদিন ফেসবুক লাইভে এসে তিনি জানান, নেশা থেকে নিজেকে বাঁচাতে তিন মাস রিহ্যাবে ছিলেন। রিহ্যাবে থেকে ফিরে নিজ বাড়িতেও বেশকিছু দিন বিশ্রাম নিয়েছেন। ওই লাইভে তিনি অনুরাগীদের নিশ্চিত করেছিলেন, আগামীতে আর কখনও শ্রোতাদের কষ্ট দেবেন না। তবে নোবেল তাঁর কথা রাখতে পারেননি। কিছুদিন না যেতেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন।
ইএইচ/